TV9 Bangla Digital | Edited By: megha
Mar 09, 2022 | 1:10 PM
ত্বক উজ্জ্বল করতে, ব্রণর সমস্যা দূর করতে দারুণ কাজ করে চন্দন। এর জন্য আপনি চন্দনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। কীভাবে বানাবেন, ভাবছেন? তাহলে দেখে নিন এক নজরে...
চন্দন ও গোলাপ জলের ফেসপ্যাক- এই ফেসপ্যাকটি তৈরি করতে একটি পাত্রে ১-২ চা চামচ চন্দনের গুঁড়ো নিন। এতে পর্যাপ্ত পরিমাণ গোলাপ জল মেশান। এবার এই ফেসপ্যাকটি মুখে, গলায় এবং ঘাড়ে লাগান। এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দিন। এরপর হালকা হাতে ত্বক ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। আপনি এটি সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন।
চন্দন ও মধুর ফেস প্যাক- এই ফেসপ্যাকটি তৈরি করতে ১ চা চামচ চন্দন গুঁড়ো নিন। প্রয়োজন মতো এতে মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি আপনার মুখে, গলায় এবং ঘাড়ে লাগান। হালকা হাতে ত্বক ম্যাসাজ করুন। এটি ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনি এটি সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন।
হলুদ এবং চন্দনের ফেসপ্যাক- একটি পাত্রে এক চামচ চন্দন গুঁড়ো নিন। এতে এক চিমটি হলুদ গুঁড়ো এবং জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি ঘাড় এবং ত্বকে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। এটি ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করতে সাহায্য করে। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন।
চন্দন ও কাঁচা দুধের ফেসপ্যাক- এর জন্য ১ চা চামচ চন্দন গুঁড়ো নিন। এতে পরিমাণ মতো কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি ত্বকে এবং ঘাড়ে সমানভাবে লাগান। এটি ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। উজ্জ্বল ত্বকের জন্য সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।
চন্দন এবং ডাবের জলের ফেসপ্যাক- ১-২ চামচ চন্দন গুঁড়ো নিন। এতে পর্যাপ্ত পরিমাণ ডাবের জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি ত্বকের ওপর প্রয়োগ করুন। এটি ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন।