TV9 Bangla Digital | Edited By: megha
Feb 25, 2023 | 3:27 PM
রূপচর্চার দুনিয়ায় জনপ্রিয় হয়েছে সিরাম। ত্বক পরিচর্চায় এই উপাদানটি ব্যবহার করে অনেকেই উপকার পেয়েছেন। সিরাম যদি বাড়িতে বানানো যায়, তাহলে কেমন হবে? হ্যাঁ, আপনি চাইলে বাড়িতেও সিরাম বানাতে পারেন।
সাধারণত বাজারে যে সব সিরাম পাওয়া যায় সেগুলো ভিটামিন সি, ভিটামিন ই, হাইলুরোনিক অ্যাসিড ইত্যাদি থাকে। এই সব উপাদান আপনি হোমমেড সিরামের মধ্যেও পেয়ে যাবেন।
অ্যালোভেরা জেল হল এমন একটি উপাদান, যা ত্বকের উপর দারুণ উপকারী। এই অ্যালোভেরা জেল দিয়ে আপনি ফেস সিরাম বানিয়ে নিতে পারেন। শুধু আপনাকে জানতে হবে, সিরাম তৈরির সহজ পদ্ধতি।
অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন ই, অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে। পাশাপাশি অ্যালোভেরা জেল ব্রণ, ফুসকুড়ি, রোদে পোড়া দাগ ইত্যাদি দূর করতে দারুণ সহায়ক।
সিরাম তৈরি করতে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এবার এতে ২টি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে দিন। উপকরণগুলো ব্লেন্ডে মিক্স করে নিতে পারেন।
এবার সিরামটা শিশিতে ভরে রাখুন। আপনি এই ফেস সিরাম সকাল-বিকাল দু'বেলাই ব্যবহার করতে পারেন। প্রথমে মুখ ধুয়ে নিন। তারপর দু-তিন ফোঁটা ফেস সিরাম নিয়ে মুখে মেখে নিন।
অ্যালোভেরা জেল ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের উপর একটি ময়েশ্চারাইজিং এফেক্ট ফেলে। অ্যালোভেরা জেল যেমন ত্বকের জন্য উপকারী, তেমনই এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
অন্যদিকে, ভিটামিন ই ত্বকের উপর বার্ধক্যের লক্ষণগুলোকে ধীর করে দেয়। এটি ত্বকের উপর ম্যাজিকের মতো কাজ করে। অন্যদিকে, গোলাপ জল ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে। তৈলাক্ত ত্বকের জন্য সেরা এই সিরাম।