Cheesecake: বছর শেষে দূর হোক মনখারাপ! মিষ্টি মুখ করুন চিজকেক দিয়ে
বছর শেষের পার্টিতে ডেসার্ট না থাকলে চলে বলুন তো! কিন্তু এখন কেক বেক করার আর সময় নেই। তবে পাঁচতারা রেস্তোরাঁর মতো বাড়িতেই কিন্তু অসাধারণ স্বাদের অরিও চিজকেক বানিয়ে নিতে পারেন। তবে এই রেসিপির প্রধান ও অন্যতম বৈশিষ্ট্য হল, এটির জন্য কোনও আভেন ব্যবহার করতে হবে না। লাগবে না মাইক্রোওয়েভও। কীভাবে বানাবেন, কী কী লাগবে, তা দেখে নিন এখানে…