Pasta Recipe: শীতের সবজি দিয়ে চটজলদি তৈরি করে ফেলুন হোয়াইট সস পাস্তা!

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 07, 2021 | 9:40 AM

ইতালির খাবার হলেও বর্তমানে সারা বিশ্বের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পাস্তা। এর মধ্যেই রয়েছে হোয়াইট সস পাস্তা। এখন শীতের মরসুম, সুতরাং এখন বিভিন্ন সবজিও পাওয়া যাচ্ছে বাজারে। তাই দেরি না করে এই সবজি দিয়ে তৈরি করে ফেলুন হোয়াইট সস পাস্তা।

1 / 5
পাস্তা তৈরির জন্য প্রয়োজন ৫০০ গ্রাম সেদ্ধ পাস্তা, ২টো লাল ক্যাপ্সিকাম কুচি, এক কাপ সুইট কর্ন, এক টেবিল চামচ মাখন, দুই কাপ দুধ, স্বাদ অনুযায়ী লবণ, ১টি বড় সবুজ ক্যাপ্সিকাম কুচি, ২ চা চামচ কর্নফ্লাওয়ার, ২৫০ গ্রাম সেদ্ধ ব্রকোলি, ৪ কোয়া রসুন কুচি, ২ চিমটে গোলমরিচ গুঁড়ো, জল পরিমাণ মতো আর পরিমাণ মতো তেল

পাস্তা তৈরির জন্য প্রয়োজন ৫০০ গ্রাম সেদ্ধ পাস্তা, ২টো লাল ক্যাপ্সিকাম কুচি, এক কাপ সুইট কর্ন, এক টেবিল চামচ মাখন, দুই কাপ দুধ, স্বাদ অনুযায়ী লবণ, ১টি বড় সবুজ ক্যাপ্সিকাম কুচি, ২ চা চামচ কর্নফ্লাওয়ার, ২৫০ গ্রাম সেদ্ধ ব্রকোলি, ৪ কোয়া রসুন কুচি, ২ চিমটে গোলমরিচ গুঁড়ো, জল পরিমাণ মতো আর পরিমাণ মতো তেল

2 / 5
গ্যাসে প্যান বসিয়ে তেল গরম করে সুইট কর্ন, ব্রকোলি, সবুজ এবং লাল ক্যাপ্সিকাম হালকা ভেজে নিন। তারপরে জল দিয়ে হাফ চা চামচ লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করুন। সবজিগুলি খুব বেশি সেদ্ধ করবেন না।

গ্যাসে প্যান বসিয়ে তেল গরম করে সুইট কর্ন, ব্রকোলি, সবুজ এবং লাল ক্যাপ্সিকাম হালকা ভেজে নিন। তারপরে জল দিয়ে হাফ চা চামচ লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করুন। সবজিগুলি খুব বেশি সেদ্ধ করবেন না।

3 / 5
এবার আরেকটি প্যান নিয়ে মাঝারি আঁচে গরম করুন। তাতে জল, সামান্য লবণ ও পাস্তা দিয়ে সেদ্ধ করে নিন।

এবার আরেকটি প্যান নিয়ে মাঝারি আঁচে গরম করুন। তাতে জল, সামান্য লবণ ও পাস্তা দিয়ে সেদ্ধ করে নিন।

4 / 5
সাদা সস প্রস্তুত করার জন্য, হালকা আঁচে প্যান বসিয়ে মাখন গরম করুন। মাখন গলে গেলে এতে গ্রেট করা রসুন দিয়ে এক মিনিট ভাজুন। তারপর তাতে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালভাবে ভাজুন। এরপর প্যানে দুধ দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন।

সাদা সস প্রস্তুত করার জন্য, হালকা আঁচে প্যান বসিয়ে মাখন গরম করুন। মাখন গলে গেলে এতে গ্রেট করা রসুন দিয়ে এক মিনিট ভাজুন। তারপর তাতে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালভাবে ভাজুন। এরপর প্যানে দুধ দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন।

5 / 5
সস প্রস্তুত হয়ে গেলে, তাতে সবজি এবং পাস্তাগুলো মিশিয়ে দিন। ব্যস তৈরি হোয়াইট সস পাস্তা। ওপর দিয়ে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে পরিবেশন করুন হোয়াইট সস পাস্তা।

সস প্রস্তুত হয়ে গেলে, তাতে সবজি এবং পাস্তাগুলো মিশিয়ে দিন। ব্যস তৈরি হোয়াইট সস পাস্তা। ওপর দিয়ে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে পরিবেশন করুন হোয়াইট সস পাস্তা।

Next Photo Gallery