
পাচার আটকালো বন দফতর। উদ্ধার প্রচুর কচ্ছপ। গ্রেফতার ২ জন।

গোপন সূত্রে খবর পেয়ে রাস্তা থেকেই ওই কচ্ছপ উদ্ধার করে বন কর্মীরাI বুধবার রাতের অন্ধকারে বারুইপুর-জয়নগর রোডে অভিযান চালিয়ে কচ্ছপগুলি উদ্ধার হয়।

গ্রেফতার হয় সমরেশ নস্কর ও গণেশ নস্কর। তাঁরা দু'জনই মগরাহাট থানার অজোমখালির নস্করপাড়ার বাসিন্দা। দু'টি স্কুটি করে গোপনে কচ্ছপগুলি নিয়ে যাচ্ছিল ধৃতরাl

তাঁদের কাছ থেকে মোট দুই ধরণের ৯৮টি কচ্ছপ বাজেযাপ্ত করা হয়েছে।

বাজেয়াপ্ত করা হয়েছে তাদের দু'টি স্কুটারও।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের যোগসূত্র জানার চেষ্টা চালাচ্ছে বন দফতরl সেই সঙ্গে ধৃতদেরকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হবে।