TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Oct 12, 2022 | 8:39 AM
অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল আমেরিকার বিরুদ্ধে। ম্যাচে ৮-০ গোলে হেরেছে ভারত। (ছবি:টুইটার)
ম্যাচ শুরুর ৯ মিনিটে প্রথম গোল হজম করে ভারত। মেলিনা রেবিমবাসকে আটকানোর মতো কেউ ছিল না। (ছবি:টুইটার)
এরপর ম্যাচে ৬২ মিনিট পর্যন্ত যেন গোলের উৎসব পালন করল মার্কিন মেয়েরা। আর ভারতের মেয়েদের নিয়ে খেলল ছিনিমিনি।(ছবি:টুইটার)
প্রথমার্ধে ভারতের জালে পাঁচবার বল জড়ায় শক্তিশালী বিপক্ষ আমেরিকা। দ্বিতীয়ার্ধে আরও তিনটি।(ছবি:টুইটার)
গ্রুপ এ’র শীর্ষে এখন আমেরিকার মেয়েরা। দ্বিতীয়স্থানে রয়েছে ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১ গোলে জিতেছে তারা। বাকি দুই দল মরক্কো ও ভারত রয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।(ছবি:টুইটার)