
শুরু হয়ে গিয়েছে বিশ্ব ক্রিকেটের মহাযজ্ঞ। এ বারের টি-২০ বিশ্বকাপের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরশাহি। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এ বারের টি-২০ বিশ্বকাপে অংশ নিলেন আরব আমিরশাহির ক্রিকেটার আয়ান আফজল খান (Aayan Afzal Khan)। এই ম্যাচে শেষ অবধি ১ বল বাকি থাকতে ৩ উইকেটে জিতে নেয় ডাচরা।

পুরুষদের টি-২০ বিশ্বকাপে কনিষ্ঠতম ক্রিকেটার হলেন আয়ান। মাত্র ১৬ বছর ৩৩৫ দিনে তিনি কুড়ি-বিশের বিশ্বকাপে খেলতে নেমেছেন। চলতি বছরের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে মরুশহরের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় আয়ান আজমল খানের।

আয়ানের আগে পুরুষদের টি-২০ বিশ্বকাপে কনিষ্ঠতম ক্রিকেটার হওয়ার নজির গড়েছিলেন এক পাক তারকা ক্রিকেটার। ২০০৯ সালের বিশ্বকাপে ১৭ বছর ৫৫ দিনে (টি-২০ বিশ্বকাপে) অভিষেক হয়েছিল পাকিস্তানের মহম্মদ আমিরের।

সংযুক্ত আরব আমিরশাহির হয়ে, এ বারের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্যাট হাতে সেই অর্থে ছাপ রাখতে পারেননি আয়ান। ৭ বল খেলে ৫ রান করেন তিনি। দল হারলেও বল হাতে তিনি ছাপ রেখে যান। ৩ ওভার বল করে ১৫ রান দিয়ে ১টি উইকেট নেন তিনি।

টি-২০ বিশ্বকাপে অভিষেকের দিন আয়ানের এক ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। আসলে, আউট হওয়ার পর আয়ান যখন ড্রেসিংরুমের দিকে রওনা দেন, তাড়াহুড়ো করতে গিয়ে বাউন্ডারিতে পা লেগে মুখ থুবড়ে পড়ে যান। ওভাবে পড়লেও চোট পাননি আয়ান। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করেন তিনি।