TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Mar 12, 2022 | 5:11 PM
ক্যাটরিনা কইফ, নানান জল্পনা, সম্পর্কের টানাপোড়েন, জীবনে ওঠা-নামার মাঝেও বর্তমানে টিনসেল টাউনের হটকেক। ভিকির গলায় মালা দিয়ে পাঞ্জাবী পরিবারের বউ। এই সেলের বেশ কিছু অজানা তথ্য এবার ভক্তদের জন্য...
ক্যাটরিনাকে বরাবরই ক্যাট বলে ডাকতেই সকলে পছন্দ করেন, কিন্তু ক্যাটরিনা মোটেও তা পছন্দ করেন না। তিনি নিজে জানেনও না এই নাম এতো কোথা থেকে।
কেরিয়ারের শুরুতেই সাহসী অভিনয়, বুম ছবিতে অভিনয় করা নিয়ে আজও আক্ষেপ ক্যাটরিনার মনে।
ক্যাটরিনা কোনও সম্পত্তি বা বাড়ি কেনেননি বিটাউনে, ভাড়া করা ফ্ল্যাটেই দীর্ঘদিন থাকতেন তিনি। বিয়ের পরও বিরাট-অনুষ্কার পাশে একটি ফ্ল্যাট ভাড়াতেই নিয়েছেন তাঁরা।
ক্যাটরিনার লুকের বার্বিডল রয়েছে, বলিউডের তিনি একমাত্র অভিনেত্রী, যাঁর অবয়বে তৈরি করা হয়েছে বার্বি মডেল।
সার্চ ভলিউমে ক্যাটরিনার নামে বারে বারে ওপরে উঠে আসতে দেখা যায়। নেটদুনিয়ায় সর্বাধিক সার্চ করা বলিস্টারের মধ্যে তিনি অন্যতম।
সবথেকে বেশি কাজ করেছেন তিনি অক্ষয় কুমারের বিপরীতে। মোট ৬ ছবি, ৫ টি করেছেন তিনি সলমন খানের বিপরীতে।