Yash Chopra: আর্থিক ভাবে নিঃস্ব অমিতাভকে কী ভাবে সাহায্য করেছিলেন যশ চোপড়া?
TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Sep 27, 2021 | 7:03 PM
Yash Chopra: ১৯৯০-এ অমিতাভের ব্যবসায়িক প্রচেষ্টা, তাঁর কোম্পানি এবিসিএল একেবারে ভেঙে পড়ে। আর্থিক দিক থেকে চরম দুর্দশার সম্মুখীন হয়েছিলেন শাহেনশা। তাঁর হাতে আর কোনও উপায় ছিল না। বাধ্য হয়ে যশ চোপড়ার কাছে গিয়ে তিনি নাকি কাজ চেয়েছিলেন।
1 / 7
২৭ সেপ্টেম্বর, ১৯৩২। যশ চোপড়ার জন্মদিন। তিনি এমন একজন মানুষ, ভারতীয় সিনেমায় যাঁর অবদান অনেকটা। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে একেবারে বদলে দিয়েছিলেন তিনি। বহু শিল্পীর কেরিয়ার তৈরি করে দিয়েছিলেন। ব্যতিক্রম নন অমিতাভ বচ্চনও।
2 / 7
১৯৯০-এর দশকে অমিতাভের ব্যবসায়িক প্রচেষ্টা, তাঁর কোম্পানি এবিসিএল একেবারে ভেঙে পড়ে। আর্থিক দিক থেকে চরম দুর্দশার সম্মুখীন হয়েছিলেন শাহেনশা। তাঁর হাতে আর কোনও উপায় ছিল না। বাধ্য হয়ে যশ চোপড়ার কাছে গিয়ে তিনি নাকি কাজ চেয়েছিলেন।
3 / 7
২০১৬-এর এক সাক্ষাৎকারে অমিতাভ বলেন, “প্রচুর আর্থিক ক্ষতি হয় আমার। ঠাণ্ডা মাথায় বসে ভেবেছিলাম, তা হলে কী করব এখন? নিজের কাছে আমার উত্তর ছিল, আমি একজন অভিনেতা। অভিনয়ে ফিরে যাওয়া উচিত। আমি সেটাই করেছিলাম। যশজির কাছে গিয়ে বলেছিলাম, আমার হাতে কোনও কাজ নেই। আমি কাজ চাই।”
4 / 7
সে সময় যশ চোপড়ার কাছে গিয়ে অকপটে নিজের দুরবস্থার কথা বলেছিলেন অমিতাভ। তাঁর কোনও ছবি হিট করছে না, ব্যবসাও ডুবেছে। তাঁকে সে সময় কেউ নাকি কাজ দিচ্ছিলেন না। অথছ যশ চোপড়া সে দিন অমিতাভকে ফেরাননি।
5 / 7
যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়ার পরিচালনায় ‘মহব্বতে’ ছবিতে অমিতাভকে কাস্ট করেন যশ। রিয়ালিটি শো কৌন বনেগা ক্রোড়পতি শুরু হয়। ধীরে ধীরে অমিতাভের কেরিয়ার গ্রাফ ফের বদলে যায়। আর নাকি তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।
6 / 7
‘চাঁদনি’, ‘লমহে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বীর জারা’-র মতো অজস্র ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে যশ চোপড়ার নাম। তাঁর শেষ ছবি ‘যব তক হ্যায় জান’।
7 / 7
শুধু অমিতাভ নন, বহু অভিনেতার ছাতা হয়ে দাঁড়িয়েছিলেন যশ চোপড়া। আক্ষরিক অর্থেই বলিউডে তিনি একটি প্রতিষ্ঠানের নাম।