Weird Restaurants: অদ্ভূত হলেও অসাধারণ! বিশ্বের বিচিত্র রেস্তোরাঁর তালিকা দেখলে ভিমরি খাবেন আপনিও…
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Nov 24, 2021 | 9:46 PM
বিশ্বের এমন অনেক রেস্তোরাঁ, ক্যাফে বা হোটেল রয়েছে যেগুলি আমরা সচরাচর দেখি না। গতানুগতিক ভাবধারার বাইরে চিন্তাভাবনায় সাজানো হোটেল-রেস্তোরাঁগুলি বিশ্বের বিচিত্র ও অদ্ভূত হিসেবে তকমা পায়।
1 / 6
গ্রোতো, ক্রাবি, থাইল্যান্ড- এটি কেভ ডাইনিং নামেও পরিচিত। ফ্রামং সমুদ্র সৈকতের এতটি চুনাপাথরের গুহায় তৈরি এই রেস্তোরাঁটিতে অসাধারণ স্ন্যাকস ও ডেজার্টের জন্য বিখ্যাত।
2 / 6
গ্রোতো পালাজেসি, ইতালি- সমুদ্রের তীরে একটি গুহার মধ্যে অবস্থিত। ১৭০০ সাল থেকে এই চুনাপাথরের গুহায় তৈরি বিখ্যাত রেস্তোরাঁটিতে তাজা সামদ্রিক খাবার ও সুস্বাদু ওয়াইন পরিবেশন করা হয়।
3 / 6
হার্ট অ্যাটাক গ্রিল,আমেরিকা- হাসপাতাল-থিমযুক্ত এই রেস্তোরাঁয় বিশ্বের বিখ্যাত কোয়াড্রপল বাইপাস বার্গার পরিবেশন করা হয়। এখানকার কর্মীরা ডাক্তার ও নার্সেদর মতো ইউনিফর্ম পরে থাকেন।
4 / 6
চিলআউট আইস লাউঞ্জ, দুবাই- গোটা রেস্তোরাঁটিই বরফ দিয়ে তৈরি। পানীয় পরিবেশন করার গ্লাস থেকে শুরু করে প্লেট, চেয়ার, টেবিল, আলো সব কিছুই বরফ দিয়ে পরিবেশিত। এখানকার তাপমাত্রা প্রায় মাইনাস ৬ ডিগ্রির নীচে থাকে।
5 / 6
ইথা আন্ডারসি রেস্তোরাঁ, মালদ্বীপ- সমু্দ্রপৃষ্ঠ থেকে ১৬ ফুট নীচে অবস্থিত রাঙ্গালি দ্বীপ রিসর্টে এই অসাধারণ রেস্তোরাঁটি তৈরি করা হয়েছে। রেস্তোরাঁর উপরে কাঁচের দেওয়াল থাকায় লক্ষ লক্ষ সামদ্রিক প্রাণী দেখতে পাবেন। এখানে সাধারণত ইউরোপীয় খাবার বিখ্যাত।
6 / 6
ক্যাবেজ ও কন্ডোম, থাইল্যান্ড- ব্যাঙ্ককের এক অনন্য এই রেস্তোরাঁয় খাবারের থেকে ইন্টিরিওর বেশি আকর্ষণীয়। খাবার শেষে এখানে মাউথ ফ্রেশনার নয়, কন্জোম দেওয়া হয়!