Temba Bavuma: টেস্ট ক্যাপ্টেন্সির ডেবিউতে ২ ইনিংসেই শূন্যে আউট বাভুমা, এই লজ্জার নজির গড়েছেন আর কারা?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Mar 04, 2023 | 10:51 AM
Test Cricket: টেস্ট ক্যাপ্টেন্সির ডেবিউতে লজ্জার নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে ২ ইনিংসেরই শূন্য রানে আউট হয়েছেন বাভুমা। এই লজ্জার নজির গড়েছেন আর কোন ক্রিকেটাররা জানেন?
1 / 8
দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। প্রথম টেস্টে ৮৭ রানের ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। (ছবি-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম টুইটার)
2 / 8
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেও খুশিতে নেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা (Temba Bavuma)। কিন্তু কেন? (ছবি-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম টুইটার)
3 / 8
আসলে ডিন এলগার প্রোটিয়াদের টেস্ট দলের ক্যাপ্টেন্সি ছাড়ার পড় সেদেশের সীমিত ওভারের অধিনায়ক তেম্বা বাভুমার কাঁধে আসে টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব। (ছবি-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম টুইটার)
4 / 8
আর টেস্ট ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচেই এক লজ্জার নজির গড়েছেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। (ছবি-টুইটার)
5 / 8
টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন বাভুমা। (ছবি-টুইটার)
6 / 8
চতুর্থ ক্রিকেটার হিসেবে এই লজ্জার নজির গড়েছেন তেম্বা বাভুমা। তা ছাড়া ২৫তম অধিনায়ক হিসেবে টেস্টে ২ ইনিংসে শূন্যে আউট হয়েছেন তিনি। (ছবি-টুইটার)
7 / 8
তেম্বা বাভুমার আগে টেস্ট ডেবিউ ম্যাচে ২ ইনিংসে শূন্যে আউট হয়েছিলেন অস্ট্রেলিয়ার মার্ক টেলর। (ছবি-টুইটার)
8 / 8
এই তালিকায় থাকা বাকি দুই ক্রিকেটার হলেন পাকিস্তানের রশিদ লতিফ এবং বাংলাদেশের হাবিবুল বাশার। (ছবি-টুইটার)