
নগ্ন হলেন উরফি। গায়ে নেই একটা সুতোও। এখানেই ক্ষান্ত নন। তাঁর নতুন ফটোশুট যেন গোলমেলে করে দিয়েছে সব হিসেবে। তাজ্জব তাঁর ভক্তরাও। তাঁদের একটাই প্রশ্ন, 'উরফির কি ঠিক আছেন'?

কী ফটোশুট করেছেন উরফি যা নিয়ে এত হইচই? উরফির শেয়ার ফটোতে দেখা যাচ্ছে, নিম্নাঙ্গ ঢেকে রেখেছেন একফালি কাপড়ে। আর ঊর্ধ্বাঙ্গ একেবারেই উন্মুক্ত।

তাঁর স্তন ঢেকে রেখেছে নীল রঙের দুই হাত। হাতের মালিকের মুখ যদিও দৃশ্যমান নয়। এই ছবি ভাইরাল হওয়ার পরেই চলছে জোর সমালোচনা। সকলের একটাই প্রশ্ন...

'উরফি এমন ছবি পোস্ট করে কী প্রমাণ করছেন'?-- এসেছে এই জাতীয় প্রশ্নও। যদিও ট্রোলকে পাত্তা দেওয়া কস্মিনকালেও পছন্দ নয় উরফির। এক সাক্ষাৎকারে নিজের শরীর নিয়ে একবার এক বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি।

জিজ্ঞাসা করেছিলেন, নারীদেহে কী আলাদা রয়েছে তাঁর যা দর্শকদের কৌতূহল আরও বৃদ্ধি করবে? নিজের শর্তেই বাঁচেন উরফি। সম্প্রতি এক মিউজিক ভিডিয়োতেও দেখা গিয়েছে তাঁকে।

ছোটবেলা থেকে কড়া অনুশাসনের মধ্যে দিয়ে বড় হয়েছেন তিনি। কিন্তু যত দিন এগিয়েছে নিজের মতো জীবন বেছে নিয়েছেন তিনি। সমালোচনা, ট্রোলিংকে সঙ্গী করেই এগিয়ে যেতে চান উরফি। চান এক সুরক্ষিত কেরিয়ার।