
ডিপ ক্লিভেজের ফাঁক ঠেকে বেরিয়ে আসছে বক্ষযুগল, উন্মুক্ত চিকণ উরু-থাই! নীল মনোকিনিতে বোল্ড অবতারে লেন্সবন্দি উরফি জাভেদ।

সুইমিং পুলের নীল জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে রয়েছেন উরফি। এই ছবির ক্যাপশনে উরফি লিখেছেন, ‘সান বাথ নিচ্ছি। আমায় এখানে ফিরে আসতে হবে। আমি সমুদ্র সৈকত এবং জল খুব পছন্দ করি’।

উরফির এই ছবিতে লাইক,কমেন্টের বন্যা। মন্তব্য বাক্স ভরে যাচ্ছে ‘ফায়ার’ ইমোজিতে। তবে নিন্দকরা কিন্তু পিছপা হননি ট্রোল করা থেকে।

খোলামেলা পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে এক্সপার্ট এই বিগ বস প্রতিযোগী। মনোকিনি হোক আর বিকিনি- স্নান পোশাকে অনন্যা উরফি।

নিজের সাহসী অবতারের জন্য হামেশাই নেটিজেনদের রোষের মুখে পড়েন উরফি। ট্রোলরার নায়িকার বোল্ড লুক দেখে খোরাক করা শুরু করে দেয়। তাতে অবশ্য এতটুকুও বিচলিত নন উরফি।