
বৃহস্পতিবার কেবলমাত্র ওড়না ঘায়ে জড়িয়েই মুম্বইয়ের রাস্তায় উরফি জাভেদ! হ্যাঁ, এদিন এক টুকরো ওড়না দিয়েই উর্ধ্বাঙ্গ লজ্জানিবারণ করলেন উরফি। পরনে নেই অন্তর্বাস। উন্মুক্ত নাভি, ফাঁক ঠেলে বেরিয়ে আসছে স্তনযুগল।

এদিন উরফিকে দেখেই ভিড় জমান রাস্তার ধারের একদল মহিলা।রীতিমতো উরফিকে ঘিরে ধরেন তাঁরা। হতাশ করলেন না উরফি, হাসিমুখে পোজ দিলেন তাঁদের সঙ্গে।

ওড়নার সঙ্গে এদিন তলায় একটি পালাজো স্টাইল বেইজ রঙা প্যান্ট পরেছেন উরফি। মাথায় চুল টেনে খোঁপা করে বাঁধা।

অদ্ভুদ ফ্যাশনের জন্য হামেশাই চর্চায় থাকেন উরফি। এদিন হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিলেন উরফি, স্তন যুগল বেরিয়ে আসতেই তা পোশাক হাত দিয়ে চেপে ধরেন! সেই ছবিও লেন্সবন্দি হয়েছে ক্যামেরায়।

সোশ্যাল মিডিয়ায় যতই সমালোচনায় বিদ্ধ হন না কেন, ট্রোলারদের পাত্তা দিতে না-রাজ উরফি।

সোশ্যাল মিডিয়ায় দিনে দিনে বাড়ছে তাঁর ফলোয়ার সংখ্যা। ভাইরাল উরফিকে ঘিরে চর্চার শেষ নেই!