Annwesha Hazra: ‘এই পথ যদি না শেষ হয়’ পরিবারে কেমন ভাবে পালন হল করওয়া চৌথ?
TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Nov 17, 2021 | 6:56 PM
Annwesha Hazra: ঋত্বিক মুখোপাধ্যায় তথা সাত্যকি বললেন, “এই প্রথম এই পথ যদি না শেষ হয়-এর সেটে প্রত্যেকে একত্রিত হয়ে এই ফেস্টিভ্যাল সেলিব্রেট করছি। বেশ মজা করে শুটিং করছি আমরা।”
1 / 7
‘এই পথ যদি না শেষ হয়’, এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। মুখ্য চরিত্রে অন্বেষা হাজরার অভিনয় পছন্দ করছেন দর্শক।
2 / 7
এই ধারাবাহিকের ঊর্মি হলেন অন্বেষা। ঊর্মির ইচ্ছেয় পরিবারের সকলে করওয়া চৌথ ব্রত পালন করছেন, চিত্রনাট্য এখন এই পথেই এগোচ্ছে।
3 / 7
এ বিষয়ে অন্বেষা বলেন, “আমাদের বাড়িতে এ বার শুরু হবে করওয়া চৌথ। আমরা সকলে মিলে সেলিব্রেট করব। করওয়া চৌথের ইতিহাস কী, সবটা রিভিল করা হবে।”
4 / 7
ঋত্বিক মুখোপাধ্যায় তথা সাত্যকি বললেন, “এই প্রথম এই পথ যদি না শেষ হয়-এর সেটে প্রত্যেকে একত্রিত হয়ে এই ফেস্টিভ্যাল সেলিব্রেট করছি। বেশ মজা করে শুটিং করছি আমরা।”
5 / 7
মৃণালিনী অর্থাৎ ছোট ঠাম্মি আর হেমন্ত সরকার, অর্থাৎ সাত্যকির বাবা যৌথ ভাবে জানালেন, ঊর্মির জন্য বাড়িতে তুলতালাম কাণ্ড চলছে। নাচব, গাইব ভীষণ মজা করব সকলে।
6 / 7
নিটোল মধ্যবিত্ত সংসারের গল্প মন কেড়েছে দর্শকের। এখন বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি। তাই যৌথ পরিবারকে পর্দায় দেখে নস্ট্যালজিক হয়ে পড়ছেন দর্শক।
7 / 7
মুখ্য চরিত্র ঊর্মি এবং সাত্যকি নন, এই ধারাবাহিকের সব চরিত্রই বাঙালি দর্শকের বড় কাছের হয়ে উঠেছে।