Annwesha Hazra: ‘এই পথ যদি না শেষ হয়’ পরিবারে কেমন ভাবে পালন হল করওয়া চৌথ?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Nov 17, 2021 | 6:56 PM

Annwesha Hazra: ঋত্বিক মুখোপাধ্যায় তথা সাত্যকি বললেন, “এই প্রথম এই পথ যদি না শেষ হয়-এর সেটে প্রত্যেকে একত্রিত হয়ে এই ফেস্টিভ্যাল সেলিব্রেট করছি। বেশ মজা করে শুটিং করছি আমরা।”

1 / 7
‘এই পথ যদি না শেষ হয়’, এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। মুখ্য চরিত্রে অন্বেষা হাজরার অভিনয় পছন্দ করছেন দর্শক।

‘এই পথ যদি না শেষ হয়’, এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। মুখ্য চরিত্রে অন্বেষা হাজরার অভিনয় পছন্দ করছেন দর্শক।

2 / 7
এই ধারাবাহিকের ঊর্মি হলেন অন্বেষা। ঊর্মির ইচ্ছেয় পরিবারের সকলে করওয়া চৌথ ব্রত পালন করছেন, চিত্রনাট্য এখন এই পথেই এগোচ্ছে।

এই ধারাবাহিকের ঊর্মি হলেন অন্বেষা। ঊর্মির ইচ্ছেয় পরিবারের সকলে করওয়া চৌথ ব্রত পালন করছেন, চিত্রনাট্য এখন এই পথেই এগোচ্ছে।

3 / 7
এ বিষয়ে অন্বেষা বলেন, “আমাদের বাড়িতে এ বার শুরু হবে করওয়া চৌথ। আমরা সকলে মিলে সেলিব্রেট করব। করওয়া চৌথের ইতিহাস কী, সবটা রিভিল করা হবে।”

এ বিষয়ে অন্বেষা বলেন, “আমাদের বাড়িতে এ বার শুরু হবে করওয়া চৌথ। আমরা সকলে মিলে সেলিব্রেট করব। করওয়া চৌথের ইতিহাস কী, সবটা রিভিল করা হবে।”

4 / 7
ঋত্বিক মুখোপাধ্যায় তথা সাত্যকি বললেন, “এই প্রথম এই পথ যদি না শেষ হয়-এর সেটে প্রত্যেকে একত্রিত হয়ে এই ফেস্টিভ্যাল সেলিব্রেট করছি। বেশ মজা করে শুটিং করছি আমরা।”

ঋত্বিক মুখোপাধ্যায় তথা সাত্যকি বললেন, “এই প্রথম এই পথ যদি না শেষ হয়-এর সেটে প্রত্যেকে একত্রিত হয়ে এই ফেস্টিভ্যাল সেলিব্রেট করছি। বেশ মজা করে শুটিং করছি আমরা।”

5 / 7
মৃণালিনী অর্থাৎ ছোট ঠাম্মি আর হেমন্ত সরকার, অর্থাৎ সাত্যকির বাবা যৌথ ভাবে জানালেন, ঊর্মির জন্য বাড়িতে তুলতালাম কাণ্ড চলছে। নাচব, গাইব ভীষণ মজা করব সকলে।

মৃণালিনী অর্থাৎ ছোট ঠাম্মি আর হেমন্ত সরকার, অর্থাৎ সাত্যকির বাবা যৌথ ভাবে জানালেন, ঊর্মির জন্য বাড়িতে তুলতালাম কাণ্ড চলছে। নাচব, গাইব ভীষণ মজা করব সকলে।

6 / 7
নিটোল মধ্যবিত্ত সংসারের গল্প মন কেড়েছে দর্শকের। এখন বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি। তাই যৌথ পরিবারকে পর্দায় দেখে নস্ট্যালজিক হয়ে পড়ছেন দর্শক।

নিটোল মধ্যবিত্ত সংসারের গল্প মন কেড়েছে দর্শকের। এখন বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি। তাই যৌথ পরিবারকে পর্দায় দেখে নস্ট্যালজিক হয়ে পড়ছেন দর্শক।

7 / 7
মুখ্য চরিত্র ঊর্মি এবং সাত্যকি নন, এই ধারাবাহিকের সব চরিত্রই বাঙালি দর্শকের বড় কাছের হয়ে উঠেছে।

মুখ্য চরিত্র ঊর্মি এবং সাত্যকি নন, এই ধারাবাহিকের সব চরিত্রই বাঙালি দর্শকের বড় কাছের হয়ে উঠেছে।

Next Photo Gallery