
এ বারের যুক্তরাষ্ট্র ওপেনে মহিলাদের সিঙ্গলস থেকে নতুন চ্যাম্পিয়ন পেয়েছে টেনিস বিশ্ব। ২০২২ সালের ইউএস ওপেন খেতাব জিতেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইগা স্বোয়াতেক। ২১ বছরের ইগা যে জ্যাকেট পরে বছরের শেষ গ্র্যান্ড স্লাম হাতে তুলেছেন, সেটিও বেশ নজরকাড়া। বলা ভালো দারুণ চমক রয়েছে ইগার জ্যাকেটে। মনে পড়ছে ইগার জ্যাকেটে কী রয়েছে? (ছবি-ইউএস ওপেন টুইটার)

সাদা রংয়ের যে কাস্টমাইজড জ্যাকেট পরে ইউএস ওপেন ট্রফি হাতে তুলে নিয়েছেন ইগা, তার বাঁদিকে রয়েছে, তিনটি স্টার। এবং '1GA' লেখা। যা দেখে বোঝা যায়, তিনটি স্টারের অর্থ তিনটি গ্র্যান্ড স্লাম। (ছবি-ইউএস ওপেন টুইটার)

এই প্রথম বার ইগা কাস্টমাইজড জ্যাকেট পরে গ্র্যান্ড স্লাম ট্রফি হাতে তুললেন না। এর আগে চলতি বছরের ফরাসি ওপেন ট্রফি নেওয়ার সময় ইগা যে জ্যাকেট পরেছিলেন তাতে ছিল- দুটি স্টার ও '1GA' লেখা। (ছবি-ইউএস ওপেন টুইটার)

ইগার এই বিশেষ জ্যাকেট দেখেই বোঝা যায়, তিনি কোনও গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠলে যথেষ্ট আত্মবিশ্বাসী থাকেন। যে কারণে, আগে থেকেই তাঁর জন্য তৈরি থাকে বিশেষ জ্যাকেট। (ছবি-ইউএস ওপেন টুইটার)

উল্লেখ্য, এ বারের ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে তিউনিশিয়ার অনস জাবেউরকে স্ট্রেট সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইগা। (ছবি-ইউএস ওপেন টুইটার)