Bangla NewsPhoto gallery US Open 2022 champion Iga Swiatek jacket wears customized jacket with three stars and '1GA' after US Open victory over Ons Jabeur
Iga Swiatek: ইউএস ওপেনের নতুন রানি ইগার জ্যাকেটে চমক!
এ বারের যুক্তরাষ্ট্র ওপেনে মহিলাদের সিঙ্গলস থেকে নতুন চ্যাম্পিয়ন পেয়েছে টেনিস বিশ্ব। ২০২২ সালের ইউএস ওপেন খেতাব জিতেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইগা স্বোয়াতেক। ২১ বছরের ইগা যে জ্যাকেট পরে বছরের শেষ গ্র্যান্ড স্লাম হাতে তুলেছেন, সেটিও বেশ নজরকাড়া। বলা ভালো দারুণ চমক রয়েছে ইগার জ্যাকেটে। মনে পড়ছে ইগার জ্যাকেটে কী রয়েছে?