মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদী। সাক্ষাৎ হয়েছে প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। মোদীকে দেখেই আপ্লুত প্রেসিডেন্ট ট্রাম্প। জড়িয়ে ধরেছেন তাঁকে, প্রশংসায় পঞ্চমুখ তিনি।
দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম ট্রাম্পের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁকে দেখে কী কী প্রশংসা করলেন ট্রাম্প?
প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "ওঁ ভারতে খুব ভাল কাজ করছেন। সকলে ওঁর সম্পর্কে কথা বলে। সত্যি দারুণ কাজ করছেন।"
মোদী কেমন নেতা, এই প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্পের সহজ উত্তর, "গ্রেট লিডার"।
হোয়াইট হাউসে মোদী পা রাখতেই তাঁকে জড়িয়ে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, "আমরা সবাই তোমাকে খুব মিস করেছি।"
'আওয়ার জার্নি টুগেদার' নামক একটি বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই বইতে তিনি লেখেন, "মিস্টার প্রাইম মিনিস্টার, ইউ আর গ্রেট"।
মোদীকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীকে অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি। উনি বিশেষ ব্যক্তি।"
কে ভাল দর কষাকষি করতে পারে, এই প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল ট্রাম্পকে। জবাবে তিনি বলেন, "ওঁ আমার থেকেও কঠোর এবং ভালভাবে দর কষাকষি করতে পারে। এই নিয়ে প্রতিযোগিতার প্রশ্নই আসে না।"
প্রধানমন্ত্রী মোদীকে নিজের দীর্ঘদিনের বন্ধু বলেই পরিচয় দেন প্রেসিডেন্ট ট্রাম্প।