Bangla News Photo gallery Usain Bolt Birthday: 5 surprising facts you never knew about the greatest sprinter of all time!
Happy Birthday Usain Bolt: জন্মদিনে ‘বিদ্যুৎ মানব’ উসেইন বোল্টকে নিয়ে নানা তথ্য…
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Aug 21, 2022 | 11:00 AM
তর্কাতীতভাবে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট উসেইন বোল্ট। ২০১৬ রিও অলিম্পিকে ইতিহাস গড়েন। টানা তিনটি অলিম্পিকে সোনা জয়ের নজির। অলিম্পিকে সব মিলিয়ে ৮টি সোনার পদক। বিশ্বের সেরা স্প্রিন্টার 'বিদ্যুৎ মানব' উসেইন বোল্টের আজ জন্মদিন।
1 / 5
বিশ্বের সর্বকালের সেরা দৌড়বিদ। ২০০৮ বেজিং অলিম্পিকে ১০০ মিটারে সোনা জিতেছিলেন। তাঁর জুতোর ফিতে বাঁধা ছিল না। এই অবস্থাতেই দৌড়েছিলেন বোল্ট। (ছবি : ইন্সটাগ্রাম)
2 / 5
জুনিয়র স্তরে প্রথম দৌড়বিদ হিসেবে ২০০ মিটার দৌড় সম্পূর্ণ করেছিলেন ২০ সেকেন্ডেরও কম সময়ে। ২০০৪ সালে পেশাদার কেরিয়ার শুরু বোল্টের। কোচ ছিলেন ফিৎজ কোলম্যান। (ছবি : ইন্সটাগ্রাম)
3 / 5
জামাইকান এই স্প্রিন্টারের দখলে ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪x১০০ মিটার দৌড়ে রেকর্ড। সব মিলিয়ে অলিম্পিকে আটটি সোনার পদক। টানা তিনটি অলিম্পিকে সোনা জয়ী একমাত্র স্প্রিন্টার। ২০০৮, ২০১২ এবং ২০১৬ অলিম্পিকে ১০০ এবং ২০০ মিটারে চ্যাম্পিয়ন। (ছবি : ইন্সটাগ্রাম)
4 / 5
উসেইন বোল্ট ২০০ মিটারে দু'বার রেকর্ড ভাঙেন। ২০০৮ সালে ২০০ মিটার দৌড় সম্পূর্ণ করেন ১৯.৩০ সেকেন্ডে। পরের বছর নিজেরই রেকর্ড ভাঙেন ১৯.১৯ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করে। বিশ্বচ্যাম্পিয়নশিপেও এক ঝাঁক সোনার পদক তাঁর দখলে। (ছবি : ইন্সটাগ্রাম)
5 / 5
ক্রিকেট, ফুটবলেও বিশেষ উৎসাহ রয়েছে তাঁর। ফুটবলের বড় ভক্ত। ২০১৭ সালে অবসর নেন সর্বকালের সেরা এই কিংবদন্তি স্প্রিন্টার। (ছবি : ইন্সটাগ্রাম)