TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty
Aug 22, 2021 | 9:48 PM
শুধু বিরিয়ানি কিংবা খাসির মাংসের ঝোলেই আলু অমৃত নয়। এই সবজিতে রয়েছে হাজার গুণ। ত্বকের পরিচর্যায় বিভিন্ন ভাবে কাজে লাগে আলু। সারা বছরই ত্বকের হাজারটা সমস্যায় ভোগেন অনেকে। সেই সব সমস্যার অনেকগুলোই সমাধান হয় আলুর সাহায্যে। চলুন দেখে নেওয়া যাক ত্বকের যত্নে ঠিক কীভাবে কাজে লাগে আলু।
যাঁদের ডার্ক সার্কেল অর্থাৎ চোখের তলায় কালি পড়ার সমস্যা রয়েছে তাঁরা আলু গোল করে কেটে চোখে লাগিয়ে রাখুন। এছাড়া চোখের চারপাশের কালচে দাগ ছোপ কিংবা র্যাশ অ্যালার্জি দূর করতেও এই আলুর রসই সাহায্য করে।
শুধু ডার্ক সার্কেল বা চোখের চারপাশের কালচে ভাব নয়, ত্বকের যেকোনও কালচে দাগছোপ দূর করতেই কাজে লাগে আলুর রস। এক্ষেত্রে আপনি আলু থেঁতো করে সেই রস বা আলু বেটেও লাগাতে পারেন। উপকার পাবেন।
আলুর রসে রয়েছে অনেক গুণ। এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপরকরণ। ফলে অ্যাসিডের সমস্যা কমাতে অনেকে আলুর রস খেয়েও থাকেন। এছাড়া যেকোনও ঘরোয়া ফেসপ্যাকে সামান্য আলুর রস মিশিয়ে নিয়ে সেই প্যাক মুখে লাগালে ত্বকের জেল্লা ফিরে আসতে বাধ্য।
আন্ডার আর্মসের কালচে দাগ ছোপ দূর করতে আলুর রস হল অব্যর্থ উপকরণ। টানা সাতদিন ব্যবহার করলেই ফারাক বুঝতে পারবেন। শুধু তাই নয়, কনুই কিংবা হাঁটুর কালচে দাগ দূর করতেই সাহায্য করে আলুর রস।
ঘরোয়া ফেস প্যাক তৈরির ক্ষেত্রে টক দই এবং মধুর সঙ্গে সামান্য আলুর রস কিংবা কাঁচা আলু ভাল করে গ্রেড করে নিয়ে সেটা মিশিয়ে দিন। উপকার পাবেন হাতেনাতে। এছাড়া ঘরে স্ক্রাবার তৈরি করে তাতেও মেশাতে পারেন আলুর রস। ফল পেতে বাধ্য।
ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত ব্রনর সমস্যা অনেকের ক্ষেত্রেই মারাত্মক ভাবে দেখা দেয়। এর ফলে মুখে দাগছোপ হয়ে যায়। এই সব দাগ দূর করতে কাছে লাগে আলুর রস।