FIFA World Cup 2022: মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে এবার ‘বিকিনি গার্ল’
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Dec 03, 2022 | 8:30 AM
কাতার বিশ্বকাপের নকআউট পর্বে নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে নামছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাঁর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন জানিয়ে বিকিনি গার্লের' এই সব উষ্ণ ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
1 / 5
কাতার বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন জানাতে এবার অন্যরকম পন্থা অবলম্বন করলেন টেনিস প্লেয়ার। বিকিনি পরে প্রিয় দলকে সমর্থন জানালেন। তাঁর এই অভিনব সমর্থনের পন্থায় সরগরম নেটপাড়া। ছবি: ইনস্টাগ্রাম
2 / 5
রাচেল স্টুলমান। টেনিস জগতে বিখ্যাত তাঁর সৌন্দর্য ও ফিটনেসের জন্য। কাতারে যেতে না পারলেও দেশে থেকেই তাঁর দল মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন জানালেন 'বিকিনি' পরা ছবির মাধ্যমে। ছবি: ইনস্টাগ্রাম
3 / 5
রাচেল নিজের ইনস্টাগ্রামে 'মার্কিন যুক্তরাষ্ট্রের' অন্তর্বাসে ছবি পোস্ট করেছেন। আজ মার্কিন যুক্তরাষ্ট্র নকআউটের ম্যাচে নামছে। ডাচদের বিরুদ্ধে ম্যাচে সমর্থন জানিয়ে এই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। ছবি: ইনস্টাগ্রাম
4 / 5
'বিকিনি গার্লের' এই সব উষ্ণ ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই অভিনব সমর্থন নজর কাড়ছে নেটিজেনদের। রাচেলের এই সব 'দুষ্টু' ছবিতে কমেন্টের ঝড়। ছবি: ইনস্টাগ্রাম
5 / 5
এর আগে গল্ফ কুইন পেজ স্পিনান্যাক গল্ফ জার্সিতে মাতিয়েছিলেন দর্শক হৃদয়। আর এ বার বুকের মাঝে দেশ কে নিয়ে কাঁপিয়ে দিলেন রাচেল। ছবি: ইনস্টাগ্রাম