Utpanna Ekadashi 2023: উত্‍পন্না একাদশীতে বিষ্ণুর সঙ্গে এই দেবীরও আরাধনা করা হয়, জানুন পৌরাণিক কাহিনি

Mythology: সারা বছরে বহু একাদশী পালন করা হয়। শাস্ত্র মতে, বিষ্ণুদেবের সঙ্গে সঙ্গে একটি একাদশীর পুজো করা হয়। এই একাদশী অত্যন্ত বিরল। এই একাদশীর নাম উত্‍পন্না একাদশী। পঞ্চাঙ্গ মতে, মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তাকে উৎপনা একাদশী বলে।

| Edited By: দীপ্তা দাস

Dec 07, 2023 | 7:02 PM

1 / 9
হিন্দু ধর্মে একাদশীর উপবাস বেশ গুরুত্বের সঙ্গে পালন করা হয়। পঞ্চাঙ্গ অনুসারে, মার্গশীর্ষ কৃষ্ণপক্ষের উত্‍পন্ন একাদশী পালন করা হয়। এই মাসে একাদশীর উপবাস ও পুজোপাঠ পালন করলে বিষ্ণুদেব ভীষণ তুষ্ট হয়।

হিন্দু ধর্মে একাদশীর উপবাস বেশ গুরুত্বের সঙ্গে পালন করা হয়। পঞ্চাঙ্গ অনুসারে, মার্গশীর্ষ কৃষ্ণপক্ষের উত্‍পন্ন একাদশী পালন করা হয়। এই মাসে একাদশীর উপবাস ও পুজোপাঠ পালন করলে বিষ্ণুদেব ভীষণ তুষ্ট হয়।

2 / 9
সারা বছরে বহু একাদশী পালন করা হয়। শাস্ত্র মতে, বিষ্ণুদেবের সঙ্গে সঙ্গে একটি একাদশীর পুজো করা হয়। এই একাদশী অত্যন্ত বিরল। এই একাদশীর নাম উত্‍পন্না একাদশী। পঞ্চাঙ্গ মতে, মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তাকে উৎপনা একাদশী বলে।

সারা বছরে বহু একাদশী পালন করা হয়। শাস্ত্র মতে, বিষ্ণুদেবের সঙ্গে সঙ্গে একটি একাদশীর পুজো করা হয়। এই একাদশী অত্যন্ত বিরল। এই একাদশীর নাম উত্‍পন্না একাদশী। পঞ্চাঙ্গ মতে, মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তাকে উৎপনা একাদশী বলে।

3 / 9
কথিত আছে, মার্গশীর্ষ মাসের ১১ তারিখে ভগবান বিষ্ণুর দেহ থেকে এক দেবীর জন্ম হয়েছিল। তাই একে উৎপনা একাদশী বলা হয়। এই বছর উৎপন্ন একাদশী পালন করা হবে আগামী ৮ ডিসেম্বর, শুক্রবার।

কথিত আছে, মার্গশীর্ষ মাসের ১১ তারিখে ভগবান বিষ্ণুর দেহ থেকে এক দেবীর জন্ম হয়েছিল। তাই একে উৎপনা একাদশী বলা হয়। এই বছর উৎপন্ন একাদশী পালন করা হবে আগামী ৮ ডিসেম্বর, শুক্রবার।

4 / 9
মার্গশীর্ষ কৃষ্ণপক্ষের এই একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। এই তিথিতে দেবী একাদশীতে ভগবান বিষ্ণুর দেহ থেকে জন্ম হয়েছিল। মুর নামক অসুরকে বধ করে ভগবান বিষ্ণুর প্রাণ রক্ষা করেছিলেন তিনি। এই কারণে উৎপন্ন একাদশীতে, দেবী একাদশীকেও ভগবান বিষ্ণুর সঙ্গে পূজা করা হয়।

মার্গশীর্ষ কৃষ্ণপক্ষের এই একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। এই তিথিতে দেবী একাদশীতে ভগবান বিষ্ণুর দেহ থেকে জন্ম হয়েছিল। মুর নামক অসুরকে বধ করে ভগবান বিষ্ণুর প্রাণ রক্ষা করেছিলেন তিনি। এই কারণে উৎপন্ন একাদশীতে, দেবী একাদশীকেও ভগবান বিষ্ণুর সঙ্গে পূজা করা হয়।

5 / 9
উৎপন্না একাদশীর দিন উপবাস পালন করার সঙ্গে সঙ্গে পুজো করলে তা জীবন সার্থক হয়। পুজো শেষে উপবাস ভঙ্গের শেষে ব্রতপাঠ করা জরুরি। তাহলেই এই একাদশীর ব্রত সম্পূর্ণ হয়। দেবী একাদশীর প্রকাশের কারণে উত্‍পন্না একাদশীর দিন থেকে একাদশীর উপবাস শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

উৎপন্না একাদশীর দিন উপবাস পালন করার সঙ্গে সঙ্গে পুজো করলে তা জীবন সার্থক হয়। পুজো শেষে উপবাস ভঙ্গের শেষে ব্রতপাঠ করা জরুরি। তাহলেই এই একাদশীর ব্রত সম্পূর্ণ হয়। দেবী একাদশীর প্রকাশের কারণে উত্‍পন্না একাদশীর দিন থেকে একাদশীর উপবাস শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

6 / 9
 যদি একাদশী দ্রুত শুরু করতে চান তাহলে এই একাদশী থেকেই পালন করতে পারেন। উৎপন্ন একাদশীর দিন উপবাস ও উপাসনা করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। ভক্তদের দুঃখ, দোষ ও দারিদ্র দূর করেন বিষ্ণুদেব।

যদি একাদশী দ্রুত শুরু করতে চান তাহলে এই একাদশী থেকেই পালন করতে পারেন। উৎপন্ন একাদশীর দিন উপবাস ও উপাসনা করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। ভক্তদের দুঃখ, দোষ ও দারিদ্র দূর করেন বিষ্ণুদেব।

7 / 9
কিংবদন্তি অনুসারে, ভগবান বিষ্ণুর সঙ্গে ময়ূর নামক এক শক্তিশালী অসুরের তুমুল যুদ্ধ শুরু হয়েছিল। ভয়ানক যুদ্ধের সময় ভগবান বিষ্ণু ক্লান্ত বোধ করলে তিনি বদ্রিকা আশ্রমের একটি গুহায় বিশ্রাম নেন। কিন্তু অল্প সময়ের জন্য বিশ্রাম নেওয়ার সময় তিনি গভীর ঘুমে ঢলে পড়েন। অন্যদিকে ভগবান বিষ্ণুদেব বদ্রিকাআশ্রমে পোঁছে যান। সেখানে গিয়ে দেখেন বিষ্ণুদেব গভীর নিদ্রায় চলে গিয়েছেন।

কিংবদন্তি অনুসারে, ভগবান বিষ্ণুর সঙ্গে ময়ূর নামক এক শক্তিশালী অসুরের তুমুল যুদ্ধ শুরু হয়েছিল। ভয়ানক যুদ্ধের সময় ভগবান বিষ্ণু ক্লান্ত বোধ করলে তিনি বদ্রিকা আশ্রমের একটি গুহায় বিশ্রাম নেন। কিন্তু অল্প সময়ের জন্য বিশ্রাম নেওয়ার সময় তিনি গভীর ঘুমে ঢলে পড়েন। অন্যদিকে ভগবান বিষ্ণুদেব বদ্রিকাআশ্রমে পোঁছে যান। সেখানে গিয়ে দেখেন বিষ্ণুদেব গভীর নিদ্রায় চলে গিয়েছেন।

8 / 9
গভীর নিদ্রায় থাকা বিষ্ণুদেবকে হত্যা করার চেষ্টা করেছিলেন অসুররাজ। কিন্তু হত্যা করার চেষ্টা করলে বিষ্ণুর শরীর থেকে এক দিব্য আলো থেকে এক দেবী আবির্ভূতা হন। তিনি য়ূরকে হত্যা করে বিষ্ণুর জীবনরক্ষা করেছিলেন।

গভীর নিদ্রায় থাকা বিষ্ণুদেবকে হত্যা করার চেষ্টা করেছিলেন অসুররাজ। কিন্তু হত্যা করার চেষ্টা করলে বিষ্ণুর শরীর থেকে এক দিব্য আলো থেকে এক দেবী আবির্ভূতা হন। তিনি য়ূরকে হত্যা করে বিষ্ণুর জীবনরক্ষা করেছিলেন।

9 / 9
প্রাণরক্ষা করার ফলে বিষ্ণুদেব অত্যন্ত তুষ্ট হন। সেই সময় ভগবান বিষ্ণু জানিয়েছিলেন, দেবী, মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশীতে আমার দেহ থেকে তুমি জন্মেছ। তাই তোমার নাম হবে ‘একাদশী’। আজ থেকে এই একাদশীতে আমার সঙ্গে সঙ্গে তোমারও পুজো করবেন ভক্তরা।

প্রাণরক্ষা করার ফলে বিষ্ণুদেব অত্যন্ত তুষ্ট হন। সেই সময় ভগবান বিষ্ণু জানিয়েছিলেন, দেবী, মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশীতে আমার দেহ থেকে তুমি জন্মেছ। তাই তোমার নাম হবে ‘একাদশী’। আজ থেকে এই একাদশীতে আমার সঙ্গে সঙ্গে তোমারও পুজো করবেন ভক্তরা।