Uttarakhand: মরসুমের আগেই বরফে ঢাকা পড়ল উত্তরাখণ্ড; দেখুন ছবিতে!

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 22, 2021 | 6:29 PM

নিখোঁজ ও মৃতের সংখ্যা নিয়মিত বাড়ছে প্রবল বর্ষণ ও তুষারপাতের জেরে। ট্রেক করতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। কিন্তু মরসুমের আগেই ভারী তুষারপাতের জেরে বরফে ঢাকা হিমালয়কে দেখতে কেমন লাগে, দেখে নিন এক নজরে...

1 / 6
হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড এখন তুষারবৃত।

হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড এখন তুষারবৃত।

2 / 6
অক্টোবর মাস শেষ হতে না হতেই শুরু হয় প্রবল বর্ষণ আর তার সঙ্গে তুষারপাতে ঢেকে যায় এই দুই রাজ্য।

অক্টোবর মাস শেষ হতে না হতেই শুরু হয় প্রবল বর্ষণ আর তার সঙ্গে তুষারপাতে ঢেকে যায় এই দুই রাজ্য।

3 / 6
তারই মধ্যে গঙ্গোত্রী বেস ক্যাম্প থেকে TV9 বাংলার জন্য এক্সক্লুসিভ ছবি পাঠালেন আকাশ নাথ।

তারই মধ্যে গঙ্গোত্রী বেস ক্যাম্প থেকে TV9 বাংলার জন্য এক্সক্লুসিভ ছবি পাঠালেন আকাশ নাথ।

4 / 6
কলকাতা থেকে গঙ্গোত্রী তপোবন ট্রেক করতে গিয়েছিলেন তিনি। কিন্তু পরিস্থিতি অন্য রূপ নেওয়ায় মাঝ রাস্তা থেকেই ফিরতে হচ্ছে।

কলকাতা থেকে গঙ্গোত্রী তপোবন ট্রেক করতে গিয়েছিলেন তিনি। কিন্তু পরিস্থিতি অন্য রূপ নেওয়ায় মাঝ রাস্তা থেকেই ফিরতে হচ্ছে।

5 / 6
ইতিমধ্যেই একাধিক পর্যটক এবং স্থানীয় মানুষের মৃত্যু ও নিখোঁজের খবর আসছে এই সব অঞ্চল থেকে।

ইতিমধ্যেই একাধিক পর্যটক এবং স্থানীয় মানুষের মৃত্যু ও নিখোঁজের খবর আসছে এই সব অঞ্চল থেকে।

6 / 6
প্রবল বর্ষণের জেরে ইতিমধ্যেই চারধাম যাত্রা বন্ধ করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার।

প্রবল বর্ষণের জেরে ইতিমধ্যেই চারধাম যাত্রা বন্ধ করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার।

Next Photo Gallery