TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jun 29, 2022 | 5:28 PM
বলিউডে পা রাখার পর থেকেই কড়া সমালোচনার শিকার হয়েছিলেন বাণী কাপুর। দিন দিন বদলে গিয়েছে মুখের আদলয পাল্টে গিয়েছে শরীরের মাপ। তবে কি অধিকাংশের মতোই তিনিও প্লাস্টিক সার্জারির আশ্রয় নিয়েছিলেন!
বিষয়টা প্রাথমিকভাবে জল্পনার কেন্দ্রে জায়গা করে না নিলেও পরবর্তীতে তা নিয়ে রীতিমত কটাক্ষের শিকার হতে হয় বাণী কাপুরকে। বলিউডে টিকে থাকতেই শরীরে কাঁচি চালিয়েছেন বলেও একশ্রেণী মন্তব্য করে বসেন।
তবে সেই কড়া সমালোচনার মুখোমুখি হয়েই এবার সপাট মন্তব্য করে বসলেন বাণী কাপুর। না, তিনি মোটেও এমন কোনও কাজ করেননি। মুখের আদলে প্লাস্টিক সার্জারির সাহায্যে কোনও বদল আনেননি।
কারণ তিনি বলিউডে তখন সবে মাত্র একটি ছবি করেছেন। একটি ছবি করে কখনই তা থেকে প্লাস্টিক সার্জারি করার টাকা জমানো সম্ভবপর হয় না। তাই তিনি তেমন কোনও পদক্ষেপ নেননি বলেই স্পষ্ট বুঝিয়ে দেন।
ওয়ার ছবিতে বাণী কাপুরের চরিত্র ছিল বেশ ছোট, তবে এই ছবি বক্স অফিসে সফল। যদিও বাণী কাপুরের ঝুলিতে খুব বেশি বক্স অফিস হিট ছবি নেই। ভক্তরা এখন অপেক্ষায় রয়েছে শামশেরা ছবি মুক্তির।
কেরিয়ারে খুব বেশি ছবি না করলেও একাধিকবার বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তিনি। তার মধ্যে প্লাস্টিক সার্জারি অন্যতম।। স্পষ্ট তুলে ধরেন আর্থিক পরিস্থিতির কথা।