G 20 Summit: জি ২০ সম্মেলনে কর্মসংস্থানে জোর প্রধানমন্ত্রীর
TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে
Oct 28, 2021 | 8:08 PM
Narendra Modi, G 20 Summit, প্রধানমন্ত্রীর এই ইতালি সফরে তাঁকে ভ্যাটিকান সিটিতে আমন্ত্রণ জানিয়েছেন পোপ ফ্রান্সিস। কিন্তু পোপের সঙ্গে মোদীর মুখোমুখি সাক্ষাতের বিষয়টি এখনও নিশ্চিত হয়নি।
1 / 5
নয়া দিল্লি: আগামী ২৯ অক্টোবর, ১৬ তম জি ২০ সামিটে যোগ দিতে ইতালির (Italy) রাজধানী রোম (Rome) এবং সেখান থেকে জলবায়ু সম্মলনে (Climate Conference) যোগ দিতে ব্রিটেনের গ্লাসগোতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর অবধি চলবে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। জি ২০ সামিটে রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রীর। এই নিয়ে অষ্টমবার জি ২০ সম্মলনে বক্তব্য রাখবেন নমো। বৃহস্পতিবার, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা এমনটাই জানিয়েছেন। ছবি: ফাইল চিত্র
2 / 5
২০১৯ সালে জাপানের ওসাকাতে শেষবারের জন্য জি ২০ সম্মলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবারে এই সামিট ইতালির সভাপতিত্বে হচ্ছে। এই বছর জনগণ, পৃথিবী এবং উন্নতি এই জি ২০ সম্মলনের থিম হিসেবে গৃহীত হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির আমন্ত্রণে এই সম্মলনে যোগ দেবেন মোদী। গত বছর সৌদি আরবে এই সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির কারণে এই সম্মেলন ভার্চুয়াল মাধ্যমে হয়েছিল। ছবি: ফাইল চিত্র
3 / 5
প্রধানমন্ত্রীর জি ২০ সম্মেলন নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, করোনা পরবর্তী সময়ে সমগ্র বিশ্বেই বেকারত্বের মাত্রা বেড়েছে। এই সম্মলনে তাই নতুন কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির মত বিষয় গুলি মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে অন্যতম। এই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করবেন প্রধানমন্ত্রী মোদী। ছবি: ফাইল চিত্র
4 / 5
বিশ্বের প্রধান অর্থনীতির দেশ গুলিকে নিয়ে গঠিত জি ২০ ঐক্যমত তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রাষ্ট্রপুঞ্জ (United Nations) ও অন্যান্য সংগঠন গুলির মধ্যেই আফগানিস্তানে মানবতার লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ করার ক্ষেত্রে জি ২০ গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করবে। ২০২৩ সালে প্রথম বারের জন্য ভারতে জি ২০ সম্মেলন আয়োজিত হবে। ছবি: ফাইল চিত্র
5 / 5
বিদেশ সচিব জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই ইতালি সফরে তাঁকে ভ্যাটিকান সিটিতে আমন্ত্রণ জানিয়েছেন পোপ ফ্রান্সিস। কিন্তু পোপের সঙ্গে মোদীর মুখোমুখি সাক্ষাতের বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। জানা গিয়েছে একটি প্রতিনিধি দল পোপের সঙ্গে দেখা করতে পারেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর সাক্ষাতের সম্ভবনাও তিনি উড়িয়ে দেননি। ছবি: ফাইল চিত্র