Peepal Tree Benefits: অশ্বত্থ গাছের পাতার একাধিক উপকারিতা রয়েছে, এক নজরে সেগুলো সম্বন্ধে জেনে নিন…

অশ্বত্থ গাছের স্বাস্থ্যকর উপকারিতা সম্বন্ধে বহুদিন থেকেই বহু মতামত চলে আসছে। প্রাচীন এই গাছের কিছু চমৎকার ক্ষমতা সত্যিই অবাক করে...

| Edited By: শোভন রায়

Dec 31, 2021 | 10:42 AM

1 / 6
অশ্বত্থ গাছের পাতায় রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ, অ্যাস্টোরয়েড, মেনস, ফেনোলিক।

অশ্বত্থ গাছের পাতায় রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ, অ্যাস্টোরয়েড, মেনস, ফেনোলিক।

2 / 6
অশ্বত্থ গাছের বাকলে রয়েছে ভিটামিন-কে। পাশাপাশি এই গাছে রয়েছে ট্যানিন জাতীয় বিভিন্ন উপাদান। কাজেই অশ্বত্থ গাছের প্রতিটি অংশ ঔষধি গুণে সমৃদ্ধ।

অশ্বত্থ গাছের বাকলে রয়েছে ভিটামিন-কে। পাশাপাশি এই গাছে রয়েছে ট্যানিন জাতীয় বিভিন্ন উপাদান। কাজেই অশ্বত্থ গাছের প্রতিটি অংশ ঔষধি গুণে সমৃদ্ধ।

3 / 6
ডায়েরিয়ার সমস্যা সমাধানে অশ্বত্থের ভূমিকা রয়েছে। পেটের বিভিন্ন সমস্যায় বা পেটের ব্যথা উপশমে এটি সাহায্য করে।

ডায়েরিয়ার সমস্যা সমাধানে অশ্বত্থের ভূমিকা রয়েছে। পেটের বিভিন্ন সমস্যায় বা পেটের ব্যথা উপশমে এটি সাহায্য করে।

4 / 6
সর্দি-কাশির সমস্যা থেকে বমি বমি ভাব দূর করতে সাহায্য করে অশ্বত্থের পাকা ফল।

সর্দি-কাশির সমস্যা থেকে বমি বমি ভাব দূর করতে সাহায্য করে অশ্বত্থের পাকা ফল।

5 / 6
শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যাও এই গাছের পাকা ফল এবং বাকল কার্যকরী ভূমিকা পালন করে। পাকা ফল এবং বাকল গুঁড়ো করে সমানুপাতে সেগুলি মিশিয়ে নিয়মিত ব্যবহারে এই সমস্যা কমে বলে দাবি।

শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যাও এই গাছের পাকা ফল এবং বাকল কার্যকরী ভূমিকা পালন করে। পাকা ফল এবং বাকল গুঁড়ো করে সমানুপাতে সেগুলি মিশিয়ে নিয়মিত ব্যবহারে এই সমস্যা কমে বলে দাবি।

6 / 6
অনেকে বলেন চর্মরোগ সারাতে সাহায্য করে এই গাছের পাতা। ত্বকে কোনও জ্বালা বা ক্ষত সারাতে সাহায্য করে।

অনেকে বলেন চর্মরোগ সারাতে সাহায্য করে এই গাছের পাতা। ত্বকে কোনও জ্বালা বা ক্ষত সারাতে সাহায্য করে।