TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Dec 31, 2021 | 10:42 AM
অশ্বত্থ গাছের পাতায় রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ, অ্যাস্টোরয়েড, মেনস, ফেনোলিক।
অশ্বত্থ গাছের বাকলে রয়েছে ভিটামিন-কে। পাশাপাশি এই গাছে রয়েছে ট্যানিন জাতীয় বিভিন্ন উপাদান। কাজেই অশ্বত্থ গাছের প্রতিটি অংশ ঔষধি গুণে সমৃদ্ধ।
ডায়েরিয়ার সমস্যা সমাধানে অশ্বত্থের ভূমিকা রয়েছে। পেটের বিভিন্ন সমস্যায় বা পেটের ব্যথা উপশমে এটি সাহায্য করে।
সর্দি-কাশির সমস্যা থেকে বমি বমি ভাব দূর করতে সাহায্য করে অশ্বত্থের পাকা ফল।
শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যাও এই গাছের পাকা ফল এবং বাকল কার্যকরী ভূমিকা পালন করে। পাকা ফল এবং বাকল গুঁড়ো করে সমানুপাতে সেগুলি মিশিয়ে নিয়মিত ব্যবহারে এই সমস্যা কমে বলে দাবি।
অনেকে বলেন চর্মরোগ সারাতে সাহায্য করে এই গাছের পাতা। ত্বকে কোনও জ্বালা বা ক্ষত সারাতে সাহায্য করে।