
এই খবর সামনে আসতেই চরম ট্রোল্ড হন বরুণ ধাওয়ান। এমন কি বাধ্য হয়েই সোশ্যাল পোস্টটি ডিলিটও করে দেন তিনি। একজন লিখলেন- বোধহয় সেলেবরা নিজেরাই ট্রোলিং চাইছেন চর্চায় থাকতে।

তাঁর অভিনয়ে দক্ষতাকে বারে বারে প্রশ্নের মুখে ফেলেছে নেটিজেনেরা। আরবাজ খানের শোতে এসে তাই সেই সোশ্যাল মিডিয়ার ট্রেলিং নিয়ে মুখ খুললেন বরুণ ধাওয়ান।

স্পষ্টই মন্তব্য করে বসলেন অভিনয় জানলেই তো তবে ওভার অ্যাকটিং প্রসঙ্গ আসে। অভিনয় ওভার হোক বা আন্ডার, তার জন্য নূন্যতম অভিনয়টাকে তো জানতে হবে। সত্যি কথা বলতে ওভার অ্যাকটিং তার বেশ ভালই লাগে বলে জানান বরুণ।

ঝুলিতে তাঁর একাধিক ভাল ছবি থাকলেও টানা ১০ বছরে সেরা অভিনেতার তকমা তাঁর গায়ে? এই খবর যেন নেটপাড়া কোনও মতেই মেনে নিতে পারল না। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি খবর শেয়ার করেন বরুণ ধাওয়ান। ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ড ২০২২-তে দশ বছরে সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি।

আমার ট্রোলিং-এ কোন সমস্যা নেই তবে ছবি দেখে আমার সমালোচনা করা হোক। আমি চাই সমালোচকরা টিকিট কেটে হলে গিয়ে ছবিটি দেখে এসে আমায় খারাপ বলুক আমি শুনবো।

একের পর এক হিট ছবি তিনি বিটাউনে উপহার দিয়ে চলেছেন। তবে শেষ মুক্তি পাওয়া ছবি ভেড়িয়া বক্স অফিসে সেভাবে ফল করতে পারেনি। সেই কারণেই এবার বেজায় কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।