Varun Dhawan: ‘হেয়ার স্প্রে’ দিয়ে কানে চুল গজানোর চেষ্টা, ‘ভেড়িয়া’ লুক কতটা চ্যালেঞ্জের জানালেন বরুণ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 17, 2022 | 6:57 PM

Bhediya: বরুণ ধাওয়ানের কথায়, তাঁর কেরিয়ারে সব থেকে বেশি কঠিন অধ্যায় এই ছবির প্রস্তুতি। নিজেকে কীভাবে ভেঙে গড়বেন তিনি বুঝে উঠতে পারছিলেন না প্রথমে।

1 / 5
এই খবর সামনে আসতেই চরম ট্রোল্ড হন বরুণ ধাওয়ান। এমন কি বাধ্য হয়েই সোশ্যাল পোস্টটি ডিলিটও করে দেন তিনি। একজন লিখলেন- বোধহয় সেলেবরা নিজেরাই ট্রোলিং চাইছেন চর্চায় থাকতে।

এই খবর সামনে আসতেই চরম ট্রোল্ড হন বরুণ ধাওয়ান। এমন কি বাধ্য হয়েই সোশ্যাল পোস্টটি ডিলিটও করে দেন তিনি। একজন লিখলেন- বোধহয় সেলেবরা নিজেরাই ট্রোলিং চাইছেন চর্চায় থাকতে।

2 / 5
ঝুলিতে তাঁর একাধিক ভাল ছবি থাকলেও টানা ১০ বছরে সেরা অভিনেতার তকমা তাঁর গায়ে? এই খবর যেন নেটপাড়া কোনও মতেই মেনে নিতে পারল না। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি খবর শেয়ার করেন বরুণ ধাওয়ান। ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ড ২০২২-তে দশ বছরে সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি।

ঝুলিতে তাঁর একাধিক ভাল ছবি থাকলেও টানা ১০ বছরে সেরা অভিনেতার তকমা তাঁর গায়ে? এই খবর যেন নেটপাড়া কোনও মতেই মেনে নিতে পারল না। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি খবর শেয়ার করেন বরুণ ধাওয়ান। ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ড ২০২২-তে দশ বছরে সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি।

3 / 5
পরিচালক জানিয়েছিলেন টাইট ফিট ফিগার নয়, এই চরিত্রের জন্য প্রয়োজন ফ্লেক্সিবেল চেহারা। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় বারে বারে বরুণ ধাওয়ানের লুক প্রশংসিত হয়েছে।

পরিচালক জানিয়েছিলেন টাইট ফিট ফিগার নয়, এই চরিত্রের জন্য প্রয়োজন ফ্লেক্সিবেল চেহারা। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় বারে বারে বরুণ ধাওয়ানের লুক প্রশংসিত হয়েছে।

4 / 5
বরুণের কথায় টানা ছয় মাস ধরে তিনি নিজেকে তৈরি করেছিলেন। গায়ে রোম তৈরির জন্য তিনি রীতিমত মাথার ঘাম পায়ে ফেলেছিলেন। তাঁর কথায় সকলে মাথায় হেয়ার স্প্রে ব্যাবহার করে চুল গজানোর জন্য, আর তিনি!

বরুণের কথায় টানা ছয় মাস ধরে তিনি নিজেকে তৈরি করেছিলেন। গায়ে রোম তৈরির জন্য তিনি রীতিমত মাথার ঘাম পায়ে ফেলেছিলেন। তাঁর কথায় সকলে মাথায় হেয়ার স্প্রে ব্যাবহার করে চুল গজানোর জন্য, আর তিনি!

5 / 5
বরুণ ধাওয়ান নিজের কানে চুল গজানোর জন্য হেয়ার স্প্রে দিতেন। এভাবেই বরুণ প্রতিটা ধাপে ধাপে নিজেকে তৈরি করেছেন। ফিগারে এনেছিলেন বিশেষ পরিবর্তনও।

বরুণ ধাওয়ান নিজের কানে চুল গজানোর জন্য হেয়ার স্প্রে দিতেন। এভাবেই বরুণ প্রতিটা ধাপে ধাপে নিজেকে তৈরি করেছেন। ফিগারে এনেছিলেন বিশেষ পরিবর্তনও।

Next Photo Gallery