Vastu Tips: বাড়ির কোন দিকে আয়না লাগালে সৌভাগ্য এসে মুখ দেখবে রোজ? কোন দিকে রাখলে আসবে দুর্ভাগ্য?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 08, 2022 | 8:40 AM

Mirror Direction: জানলে অবাক হবেন, বাড়িতে টাঙানো আয়নাও জীবনে প্রভাব ফেলতে পারে! বাস্তু শাস্ত্র অনুসারে গৃহের সঠিক দিকে আয়না লাগালে সৌভাগ্য ঘরে ঢোকে। আর ভুল দিকে লাগালে হতে থাকে নানা সমস্যা!

1 / 8
বাস্তু শাস্ত্রে দিকনির্দেশনা খুব গুরুত্বপূর্ণ। সমস্যা হল বহু লোকই বাস্তু শাস্ত্রের এই দিকটি সম্পর্কে খুব কম জানেন। বাস্তু শাস্ত্র অনুসারে ঘরে কোন কোণে কোন জিনিস রাখা আছে তার উপর আমাদের জীবনের নানা ওঠাপড়া নির্ভর করতে পারে। তাই না জেনে দেওয়াল বা ঘরের কোণে উলটোপালটা জিনিস রাখতে নেই। উদাহরণ হিসেবে আয়নার কথাই বলা যায়।

বাস্তু শাস্ত্রে দিকনির্দেশনা খুব গুরুত্বপূর্ণ। সমস্যা হল বহু লোকই বাস্তু শাস্ত্রের এই দিকটি সম্পর্কে খুব কম জানেন। বাস্তু শাস্ত্র অনুসারে ঘরে কোন কোণে কোন জিনিস রাখা আছে তার উপর আমাদের জীবনের নানা ওঠাপড়া নির্ভর করতে পারে। তাই না জেনে দেওয়াল বা ঘরের কোণে উলটোপালটা জিনিস রাখতে নেই। উদাহরণ হিসেবে আয়নার কথাই বলা যায়।

2 / 8
 আয়না আমাদের রোজকার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। অথচ আমরা আয়নাকে খুব কমই গুরুত্ব দিই। আমরা ভাবি আয়না শুধু সাজগোজের জিনিস। বাস্তুশাস্ত্র বিশারদরা বলছেন, মোটেই তা নয়। আয়না নানাভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে। অতএব, ঘরে আয়না রাখার আগে আপনাকে অবশ্যই সঠিক দিকটি জানতে হবে।

আয়না আমাদের রোজকার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। অথচ আমরা আয়নাকে খুব কমই গুরুত্ব দিই। আমরা ভাবি আয়না শুধু সাজগোজের জিনিস। বাস্তুশাস্ত্র বিশারদরা বলছেন, মোটেই তা নয়। আয়না নানাভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে। অতএব, ঘরে আয়না রাখার আগে আপনাকে অবশ্যই সঠিক দিকটি জানতে হবে।

3 / 8
আয়না কখনওই দক্ষিণ, পশ্চিম দিকের দেওয়ালে বা বাড়ির দক্ষিণ-পূর্ব কোণের দেওয়ালে রাখা উচিত নয়। যদি আপনার বাড়ি বা অফিসের এই দেয়ালগুলিতে কোনও আয়না থাকে তবে সঙ্গে সঙ্গে আয়নাটি সরিয়ে ফেলুন। কারণ এই কোণে আয়না রাখা অত্যন্ত অশুভ লক্ষণ।

আয়না কখনওই দক্ষিণ, পশ্চিম দিকের দেওয়ালে বা বাড়ির দক্ষিণ-পূর্ব কোণের দেওয়ালে রাখা উচিত নয়। যদি আপনার বাড়ি বা অফিসের এই দেয়ালগুলিতে কোনও আয়না থাকে তবে সঙ্গে সঙ্গে আয়নাটি সরিয়ে ফেলুন। কারণ এই কোণে আয়না রাখা অত্যন্ত অশুভ লক্ষণ।

4 / 8
যদি কোনও কারণে আপনি এই দেয়ালগুলি থেকে আয়নাটি সরিয়ে ফেলতে না পারেন তবে আয়নাটি একটি বৃহৎ কাপড় দিয়ে ঢেকে রাখুন যাতে এই আয়নায় কারও প্রতিবিম্ব না পড়ে বা আয়না থেকে বিচ্ছুরিত আলো কোথাও না পড়ে।

যদি কোনও কারণে আপনি এই দেয়ালগুলি থেকে আয়নাটি সরিয়ে ফেলতে না পারেন তবে আয়নাটি একটি বৃহৎ কাপড় দিয়ে ঢেকে রাখুন যাতে এই আয়নায় কারও প্রতিবিম্ব না পড়ে বা আয়না থেকে বিচ্ছুরিত আলো কোথাও না পড়ে।

5 / 8
বাস্তুমতে, বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে আয়না রাখা ক্ষতিকারক। এ. কোণগুলিতে বা দেওয়ালে আয়না রাখলে, গৃহস্বামীর অন্তরে ভয়ের পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে একটানা ঝগড়া হয়। পরিবারের সদস্যদের সম্পর্ক ছিন্ন হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়।

বাস্তুমতে, বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে আয়না রাখা ক্ষতিকারক। এ. কোণগুলিতে বা দেওয়ালে আয়না রাখলে, গৃহস্বামীর অন্তরে ভয়ের পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে একটানা ঝগড়া হয়। পরিবারের সদস্যদের সম্পর্ক ছিন্ন হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়।

6 / 8
বাস্তুশাস্ত্রে এও বলা হয়েছে যে বিছানার সামনে কখনও আয়না রাখতে নেই। সেক্ষেত্রে নানা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন গৃহস্বামী ও গৃহকর্ত্রী। এমনকী সন্তানও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন।

বাস্তুশাস্ত্রে এও বলা হয়েছে যে বিছানার সামনে কখনও আয়না রাখতে নেই। সেক্ষেত্রে নানা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন গৃহস্বামী ও গৃহকর্ত্রী। এমনকী সন্তানও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন।

7 / 8
অবিলম্বে ভাঙা কাচ সরান: আপনার বাড়িতে একটি ভাঙা আয়না বা কাচ থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। ভাঙা কাচের নেতিবাচক শক্তি জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। বলা হয় যে যখনই কোনও গ্লাস হঠাৎ ভেঙে যায়, এর অর্থ হল যে বাড়িতে একটি বড় সমস্যা আসতে চলেছিল এবং তা এড়ানো গিয়েছে। এই কারণে, আমাদের ঘর থেকে ভাঙা কাচটি সরিয়ে দেওয়া উচিত। কোনওভাবেই ভাঙা আয়নায় মুখ দেখতে নেই।

অবিলম্বে ভাঙা কাচ সরান: আপনার বাড়িতে একটি ভাঙা আয়না বা কাচ থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। ভাঙা কাচের নেতিবাচক শক্তি জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। বলা হয় যে যখনই কোনও গ্লাস হঠাৎ ভেঙে যায়, এর অর্থ হল যে বাড়িতে একটি বড় সমস্যা আসতে চলেছিল এবং তা এড়ানো গিয়েছে। এই কারণে, আমাদের ঘর থেকে ভাঙা কাচটি সরিয়ে দেওয়া উচিত। কোনওভাবেই ভাঙা আয়নায় মুখ দেখতে নেই।

8 / 8
কাচ মুছুন :বাস্তু শাস্ত্র অনুসারে আয়না সবসময় মোছা উচিত। এছাড়া গ্লাসটি সর্বদা উত্তর বা পূর্ব দিকে স্থাপন করা উচিত। আর আয়না কখনওই ঝাপসা করা উচিত নয়। বলা হয়ে থাকে যে অস্পষ্ট কাঁচে মুখ দেখলে তা অত্যন্ত অশুভ ফল দিতে পারে।

কাচ মুছুন :বাস্তু শাস্ত্র অনুসারে আয়না সবসময় মোছা উচিত। এছাড়া গ্লাসটি সর্বদা উত্তর বা পূর্ব দিকে স্থাপন করা উচিত। আর আয়না কখনওই ঝাপসা করা উচিত নয়। বলা হয়ে থাকে যে অস্পষ্ট কাঁচে মুখ দেখলে তা অত্যন্ত অশুভ ফল দিতে পারে।

Next Photo Gallery