
জীবনের নয়া ইনিংস শুরু করলেন ভারতীয় দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি। সঙ্গী কর্নাটকের প্রথম শ্রেণির ক্রিকেটার অর্জুন হোয়সালা। সইসাবুদ করে রেজিস্ট্রি বিয়ে সেরেছেন বেদা-অর্জুন। (ছবি:ইনস্টাগ্রাম)

বেদা এবং অর্জুন বেঙ্গালুরুর সাব-রেজিস্টার কার্যালয়ে খুব সাদামাটাভাবে বিয়ে সারেন। পোশা আশাকেও ছিল সাধারণ ছোঁয়া। বেদা পরেছিলেন সাদা রঙের সালোয়ার। অর্জুন গায়ে ছিল হলুদ শেরওয়ানি। (ছবি:ইনস্টাগ্রাম)

পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের উপস্থিতিতে বিয়ের কাগজে সই করেন বেদা ও অর্জুন। একে অপরের সঙ্গে সারাজীবন থাকার শপথ নেন।(ছবি:ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রামে রেজিস্ট্রি বিয়ের মুহূর্তের একাধিক ছবি শেয়ার করেছেন বেদা। নতুন জীবনে জন্য অনুরাগী ও সতীর্থদের থেকে শুভেচ্ছা পেয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

গতবছরের সেপ্টেম্বর মাসে পাহাড়ের কোলে হাঁটুমুড়ে বসে বেদা কৃষ্ণমূর্তিকে বিয়ের প্রস্তাব দেন অর্জুন। অর্জুন হোয়েসালা একজন বাঁ-হাতি ওপেনার। ২০১৬ সালে কর্নাটকের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক হয়।(ছবি:ইনস্টাগ্রাম)

সেই মাসেই জমকালো অনুষ্ঠান করে আংটি বদল করেন দু'জনে। বেদা ও অর্জুন দু'জনেই লাল রঙের পোশাক পরেছিলেন।(ছবি:ইনস্টাগ্রাম)

অবশেষে ১২ জানুয়ারি সইসাবুদ করে বিয়ে সারলেন ক্রিকেটার কাপল। বেদা জানিয়েছেন, মায়ের জন্মদিনটাকে স্পেশাল করে রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

২০২১ সালটা বেদা কৃষ্ণমূর্তির জন্য মোটেও ভালো কাটেনি। মাত্র ২ সপ্তাহের ব্যবধানে মা ও দিদিকে হারিয়েছিলেন বেদা। করোনা কেড়ে নিয়েছিল বেদার দুই প্রিয়জনের প্রাণ। (ছবি:ইনস্টাগ্রাম)

জোড়া শোকের সাগর অতিক্রম করে স্বাভাবিক জীবনে ফিরেছেন বেদা। জীবনের বড় সিদ্ধান্তটাও নিয়ে ফেলেছেন। এই শুভদিনে মা ও দিদিকে বারবার মনে পড়েছে তাঁর। (ছবি:ইনস্টাগ্রাম)