‘Carnival of hope’: টানা ২ বছর পর ফের শুরু হয়েছে বিশ্ববিখ্যাত ভেনিস কার্নিভাল! দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Feb 16, 2022 | 4:09 PM

২০২০ সালের ফেব্রুয়ারিতে ইতালিতে কোভিড অতিমারি শুরু হতেই বার্ষিক উত্‍সব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অতিমারির পর দুবছর পর ফের বিশ্ববিখ্যাত ভেনিস কার্নিভাল ফিরে এসেছে।

1 / 8
বার্ষিক ভেনিস কার্নিভাল , সাধারণত সারা বিশ্বেরই অন্যতম আকর্ষণীয় ফেস্টিভ্যাল। এই কারণে ভেনিসে কার্নিভাল সেলিব্রেট করতে হাজার হাজার মানুষ আনন্দে মেতে ওঠেছেন। কোভিড ১৯ অতিমারির  ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে  মানুষের জীবনযাত্রা।

বার্ষিক ভেনিস কার্নিভাল , সাধারণত সারা বিশ্বেরই অন্যতম আকর্ষণীয় ফেস্টিভ্যাল। এই কারণে ভেনিসে কার্নিভাল সেলিব্রেট করতে হাজার হাজার মানুষ আনন্দে মেতে ওঠেছেন। কোভিড ১৯ অতিমারির ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মানুষের জীবনযাত্রা।

2 / 8
ভেনিসের এক বাসিন্দার কথায়, এটি হল এক আশার উত্‍সব। কোভিড শেষ হতে শুরু করেছে, আর আমরা আশা করছি আমাদের জীবন ঠিক আগের মতনই সবরকম ঠিক হয়ে যাবে।

ভেনিসের এক বাসিন্দার কথায়, এটি হল এক আশার উত্‍সব। কোভিড শেষ হতে শুরু করেছে, আর আমরা আশা করছি আমাদের জীবন ঠিক আগের মতনই সবরকম ঠিক হয়ে যাবে।

3 / 8
কয়েক শতাব্দী আগে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী ভেনিস কার্নিভালে বিশেষ পোশাকের সঙ্গে মুখোশ পরার রীতি রয়েছে। তবে বর্তমান সময়ের মত মুখে মাস্ক নয়, উত্‍সবে নিজেদের পরিচয় গোপন রাখার জন্য এই মুখোশ পরা হয়। এর ফলে খুশি মত কাজ করতে পারে সকলে।

কয়েক শতাব্দী আগে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী ভেনিস কার্নিভালে বিশেষ পোশাকের সঙ্গে মুখোশ পরার রীতি রয়েছে। তবে বর্তমান সময়ের মত মুখে মাস্ক নয়, উত্‍সবে নিজেদের পরিচয় গোপন রাখার জন্য এই মুখোশ পরা হয়। এর ফলে খুশি মত কাজ করতে পারে সকলে।

4 / 8
এই বছরের উত্‍সবটি ভার্চুয়াল ও শারীরিক -উভয়ই রয়েছে। উত্‍সবের অন্যতম আকর্ষণ ফ্লাইট অফ দ্য অ্যাঞ্জেল, কোভিডের বিধি-নিষেধ মেনেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বছরের উত্‍সবটি ভার্চুয়াল ও শারীরিক -উভয়ই রয়েছে। উত্‍সবের অন্যতম আকর্ষণ ফ্লাইট অফ দ্য অ্যাঞ্জেল, কোভিডের বিধি-নিষেধ মেনেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

5 / 8
কোভিড অতিমারি জয় করে ফের স্বাভাবিকত্বের পথে গোটা বিশ্ব। উত্‍সবের রঙ ফিরে পাওয়ার আশায় এ বছরের থিম হল ভনিষ্যত মনে রাখবে।

কোভিড অতিমারি জয় করে ফের স্বাভাবিকত্বের পথে গোটা বিশ্ব। উত্‍সবের রঙ ফিরে পাওয়ার আশায় এ বছরের থিম হল ভনিষ্যত মনে রাখবে।

6 / 8
ভাসমান শহরের ঐতিহ্যবাহী এই উত্‍সবে বিভিন্ন কারুকার্য প্রদর্শনেরও সুযোগ দেয়। একটি পোশাক তৈরি করতে প্রায় এক মাস সময় লেগে যায়। পোশাকের দাম প্রায় ৬৪৮০ ডলার পর্যন্ত খরচ হতে পারে।

ভাসমান শহরের ঐতিহ্যবাহী এই উত্‍সবে বিভিন্ন কারুকার্য প্রদর্শনেরও সুযোগ দেয়। একটি পোশাক তৈরি করতে প্রায় এক মাস সময় লেগে যায়। পোশাকের দাম প্রায় ৬৪৮০ ডলার পর্যন্ত খরচ হতে পারে।

7 / 8
বর্তমানে এই কার্নিভাল পুরোদমে চালু রয়েছে। আগামী ১ মার্চ পর্যন্ত উত্‍সবটি চলবে।

বর্তমানে এই কার্নিভাল পুরোদমে চালু রয়েছে। আগামী ১ মার্চ পর্যন্ত উত্‍সবটি চলবে।

8 / 8
সম্প্রতি ইতালির নতুন কোভিড সংক্রমণ ও হাসপাতালে ভর্তির হার ধীরে ধীরে হ্রাস পেয়েছ। তাই চলতি এই সপ্তাহে বেশিরভাগ পরিস্থিতিতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করেছে ইতালির সরকার।

সম্প্রতি ইতালির নতুন কোভিড সংক্রমণ ও হাসপাতালে ভর্তির হার ধীরে ধীরে হ্রাস পেয়েছ। তাই চলতি এই সপ্তাহে বেশিরভাগ পরিস্থিতিতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করেছে ইতালির সরকার।

Next Photo Gallery
UEFA Champions League: লিসবনকে ৫ গোলে হারাল গুয়ার্দিওলার ম্যান সিটি
Nighttime Skincare: আপনার রাতের স্কিনকেয়ার রুটিন কেমন হবে? রইল টিপস