চলতি বছরের ইউএস ওপেনে দেখা যাবে ভেনাস উইলিয়ামসকে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাচ্ছেন সেরেনার দিদি। চোটের কারণে গত বছরের ইউএস ওপেনে অংশ নিতে পারেননি ২০০০ ও ২০০১ সালে ইউএস ওপেন সিঙ্গলস চ্যাম্পিয়ন। (ছবি-টুইটার)
দীর্ঘ ১ বছরের কোর্ট থেকে দূরে থাকার পর, চলতি বছরের উইম্বলডনে মিক্সড ডাবলসে ফিরেছিলেন ভেনাস। তারপর তিনি সিটি ওপেন, কানাডিয়ান ওপেন এবং এই সপ্তাহে সিনসিনাটি মাস্টার্সে খেলেছেন। কামব্যাকের পর সিঙ্গলসে এখনও জিততে পারেননি তিনি। (ছবি-টুইটার)
সেরেনা উইলিয়ামস ছাড়াও ইউএস ওপেনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন সোফিয়া কেনিন, ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন। তিনিও চোটের কারণে গত বছর নিউইয়র্কে নামেননি। (ছবি-টুইটার)
চোটের কারণে, গত বার ইউএস ওপেনে খেলতে পারেননি ভেনাস। এ বার ৭ বারের গ্ল্যান্ড স্লাম সিঙ্গলসজয়ী ভেনাস আসন্ন ইউএস ওপেনে নিজের কামব্যাকটা রাঙিয়ে রাখতে চান। (ছবি-টুইটার)
উল্লেখ্য, ভেনাস উইলিয়ামসের বোন, ২৩টি গ্র্যান্ড স্লামের মালকিন সেরেনা উইলিয়ামস কিছুদিন আগেই জানান, এই বছরের ইউএস ওপেনের পরই তিনি অবসর নেবেন। (ছবি-টুইটার)