কফি উইথ করণ সিজন ৭-এ করণ জোহরের সঙ্গে কফি খেতে এসেছিলেন ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্রা। সিনেমা থেকে ব্যক্তিগত প্রসঙ্গ-সবই উঠে আসে দুই তারকার। ভিকিকে ফিরিয়ে নিয়ে যায় অতীতেও।
কফি কাপে চুমুক দিতে দিতে করণের প্রশ্ন সিদ্ধার্থের কাছে, কিয়ারা আডবাণীকে বিয়ে করছেন কবে। তাঁদের সেই কথোপকথনের মাঝে ভিকির মনে পড়ে যায় তাঁর এবং ক্যাটরিনা কাইফের কথা।
এই শোয়ের সিজন ৬ ক্যাটরিনা এসেছিলেন বরুন ধাওয়ানের সঙ্গে। সেখানের করণের প্রশ্ন ছিল ক্যাটরিনার কাছে, কার সঙ্গে তাঁকে ভাল মানাবে? ২০১৮ সালের সেই শোতে ক্যাটরিনা যে নাম নেন তিনি আর কেউ নন, তাঁর আজকের স্বামী ভিকি কৌশল।
পরে ভিকিও আসেন সেই বছর শোতে। সঙ্গে ছিলেন আয়ুষ্মান খুরানা। করণ ভিকিকে সেই ক্লিপিং দেখিয়ে জানান যে ক্যাটরিনা তাঁর সম্পর্কে কী মনে করেন। ভিকি বরাবরই ক্যাটরিনাকে পছন্দ করতেন। বিভিন্ন অনুষ্ঠানে সেটা বলতেনও।
কিন্তু ক্যাটরিনা নিজের বিপরীতে তাঁর নাম করছেন জানতে পেরে তিনি করণ বলেন, ‘আমি অজ্ঞান হয়ে যাব’। শুধু বলা নয় তিনি একেবারে অজ্ঞান হয়ে আয়ুষ্মানের কোল ঢোলে পড়ে। যা নিয়ে সকলেই খুব মজা করেন। আর এখান থেকেই শুরু হয় ক্যাট-ভিকি ভাললাগার পর্ব।
এই প্রসঙ্গে ছাড়াও করণ এবার ভিকিকে তাঁর একটি শার্টলেস ছবি দেখান। সঙ্গে প্রশ্ন সেই ছবি দেখে কী বলেছেন তাঁর স্ত্রী ক্যাটরিনা? প্রথমে লজ্জায় নুয়ে পড়েন ভিকি। তারপর হেসে জানান যে ক্যাট জানায়েছেন আলোটা খুব ভাল।
২০১৮ সালের সেই ভাল লাগা পরিণতি পায় ২০২১-এর ডিসেম্বরে। যোধপুরে জমকালো অনুষ্ঠানে বিয়ে হয় তাঁদের। কিন্তু সেই বিয়েতে আমন্ত্রিত ছিলেন না করণ। যা নিয়ে রয়েছে ক্ষোভও করণের।