David Beckham: উষ্ণতার খোঁজে বেকহ্যামের স্ত্রী! জামা খুলে ইচ্ছেপূরণ তারকা ফুটবলারের

Victoria Beckham: এ যেন ঠিক সিনেমার দৃশ্য। ঠাণ্ডায় ঠকঠক করে কাঁপছেন স্বল্পবসনা নায়িকা। তা দেখে থাকতে না পেরে, নিজের কোর্ট নায়িকার গায়ে জড়িয়ে দিচ্ছেন নায়ক... বাস্তবে এ বার এমন দৃশ্য দেখা গেল। ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম (David Beckham) স্ত্রীকে নিয়ে ছেলের খেলা দেখতে গিয়েছিলেন। সেখানেই দেখা গিয়েছে এই দৃশ্য।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 22, 2023 | 6:36 PM

1 / 8
ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের (David Beckham) ছেলে রোমিও বেকহ্যাম (Romeo Beckham) সদ্য ব্রেন্টফোর্ড বি (Brentford B) দলে যোগ দিয়েছেন। দিনকয়েক আগে ছেলের অভিষেক ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন বেকহ্যাম। (ছবি-টুইটার)

ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের (David Beckham) ছেলে রোমিও বেকহ্যাম (Romeo Beckham) সদ্য ব্রেন্টফোর্ড বি (Brentford B) দলে যোগ দিয়েছেন। দিনকয়েক আগে ছেলের অভিষেক ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন বেকহ্যাম। (ছবি-টুইটার)

2 / 8
এ বার ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামকে (Victoria Beckham) নিয়ে ছেলে রোমিওর খেলা দেখতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ ঠাণ্ডায় জড়ো সড়ো হয়ে যান বেকহ্যামের স্ত্রী। (ছবি-টুইটার)

এ বার ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামকে (Victoria Beckham) নিয়ে ছেলে রোমিওর খেলা দেখতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ ঠাণ্ডায় জড়ো সড়ো হয়ে যান বেকহ্যামের স্ত্রী। (ছবি-টুইটার)

3 / 8
সেন্ট জর্জ পার্কে রোমিও বেকহ্যাম ব্রেন্টফোর্ড বি দলের হয়ে হাডার্সফিল্ড টাউনের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচে খেলতে নেমেছিলেন। সেই ম্যাচেই রোমিওকে সমর্থন করার জন্য হাজির ছিলেন রোমিওর বাবা-মা। (ছবি-টুইটার)

সেন্ট জর্জ পার্কে রোমিও বেকহ্যাম ব্রেন্টফোর্ড বি দলের হয়ে হাডার্সফিল্ড টাউনের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচে খেলতে নেমেছিলেন। সেই ম্যাচেই রোমিওকে সমর্থন করার জন্য হাজির ছিলেন রোমিওর বাবা-মা। (ছবি-টুইটার)

4 / 8
ছেলে রোমিওর খেলা দেখতে এসে ভিক্টোরিয়া ভালো মতোই শীতের পোশাক পরে এসেছিলেন। স্কার্ফ দিয়ে মুখ-নাক ঢেকে এসেছিলেন ভিক্টোরিয়া। তার পরও ভিক্টোরিয়া ছিলেন উষ্ণতার খোঁজে। (ছবি-টুইটার)

ছেলে রোমিওর খেলা দেখতে এসে ভিক্টোরিয়া ভালো মতোই শীতের পোশাক পরে এসেছিলেন। স্কার্ফ দিয়ে মুখ-নাক ঢেকে এসেছিলেন ভিক্টোরিয়া। তার পরও ভিক্টোরিয়া ছিলেন উষ্ণতার খোঁজে। (ছবি-টুইটার)

5 / 8
যা দেখে বেকহ্যাম ঠাণ্ডায় কাঁপতে থাকা তাঁর স্ত্রীকে নিজের জ্যাকেট খুলে দেন। নেটিজ়েনদের মন ছুঁয়ে গিয়েছে এই দৃশ্য। (ছবি-টুইটার)

যা দেখে বেকহ্যাম ঠাণ্ডায় কাঁপতে থাকা তাঁর স্ত্রীকে নিজের জ্যাকেট খুলে দেন। নেটিজ়েনদের মন ছুঁয়ে গিয়েছে এই দৃশ্য। (ছবি-টুইটার)

6 / 8
ভিক্টোরিয়া বেকহ্যামের বয়স ৪৮ বছর। এই বয়সে এখনও সৌন্দর্য ধরে রেখেছেন ডেভিড বেকহ্যামের স্ত্রী। (ছবি-টুইটার)

ভিক্টোরিয়া বেকহ্যামের বয়স ৪৮ বছর। এই বয়সে এখনও সৌন্দর্য ধরে রেখেছেন ডেভিড বেকহ্যামের স্ত্রী। (ছবি-টুইটার)

7 / 8
ডেভিড বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম ইংলিশ ফ্যাশান ডিজাইনার। পাশাপাশি গ্ল্যামার জগতেও তাঁর জনপ্রিয়তা রয়েছে। (ছবি-টুইটার)

ডেভিড বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম ইংলিশ ফ্যাশান ডিজাইনার। পাশাপাশি গ্ল্যামার জগতেও তাঁর জনপ্রিয়তা রয়েছে। (ছবি-টুইটার)

8 / 8
ভিক্টোরিয়াকে দেখে বোঝার জো নেই যে, তিনি চার সন্তানের মা। ১৯৯৯ সালে ভিক্টোরিয়ার সঙ্গে বিয়ে হয় ডেভিড বেকহ্যামের। (ছবি-টুইটার)

ভিক্টোরিয়াকে দেখে বোঝার জো নেই যে, তিনি চার সন্তানের মা। ১৯৯৯ সালে ভিক্টোরিয়ার সঙ্গে বিয়ে হয় ডেভিড বেকহ্যামের। (ছবি-টুইটার)