
নয়া দিল্লি: নিরাপত্তার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভূমিকা সকলেরই জানা। বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভরসার কথাও সকলের জানা। জানা গিয়েছে সেই অজিত ডোভালের ডেপুটি হিসেবে বিক্রম মিশ্রিকে বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি মাসের ১১ তারিখ অবধি চিনে কর্মরত ছিলেন তিনি। ছবি: ফাইল চিত্র

নবনিযুক্ত উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিশ্রি, ১৯৮৯ ব্যাচের আইএফএস অফিসার। ভারতীয় দূত হিসেবে তিনি মায়ানমার ও স্পেনে কাজ করেছেন। 2019 সালে কাকে চিনের দূত হিসেবে নিযুক্ত করে সরকার। লাদাখ নিয়ে ভারত- চিন সমস্যার মধ্যেই তিনি কাজ করেছেন। ছবি: ফাইল চিত্র

গতবছর গালওয়ান উপত্যকায়, যখন ভারতীয় সেনা ও লালফৌজ মুখোমুখি হয়েছিল সেই সময় চিনের সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিক্রম মিশ্রি। এর পাশাপাশি তিনি দীর্ঘদিন ভারতীয় বিদেশমন্ত্রক, প্রধানমন্ত্রীর দফতর এবং ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও উত্তর আমেরিকায় কাজ করেছেন। ছবি: ফাইল চিত্র

২০১২ থেকে ২০১৪ সালের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের ব্যক্তিগত সচিবের ভূমিকা পালন করেছিলেন বিক্রম মিশ্রি। এরপর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর 2014 সালের মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত মোদীর ব্যক্তিগত সচিবের কাজ করেছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী আইকে গুজরাল-এর সচিব হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মিশ্রির। ছবি: ফাইল চিত্র

জম্মু কাশ্মীরের শ্রীনগরে জন্মগ্রহণ করেছিলেন বিক্রম মিশ্রি। সিন্ধিয়া স্কুল থেকে পাশ করার পর দিল্লির হিন্দু কলেজ থেকে স্নাতক হন তিনি। তাঁর এমবিএ ডিগ্রি ও রয়েছে। সিভিল সার্ভিসে যোগ দেওয়ার আগে তিন বছর, তিনি এক বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতেন। ছবি: ফাইল চিত্র