চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখ ভিলারিয়ালের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে।
বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেছেন পোলিশ সুপারস্টার রবার্ড লেওয়ানডস্কি (৫২ মিনিট)। অন্যদিকে ভিলারিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন স্যামুয়েল চুকউয়েজ (৮৮ মিনিট)।
প্রথম লেগে বায়ার্নকে ১ গোলে হারিয়েছিল ভিলারিয়াল। সেই ফলই লেওয়ানডস্কিদের সেমিফাইনালে যাওয়া আটকে দিল।
দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নিল ভিলারিয়াল। এই নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল ভিলারিয়াল। এর আগে ২০০৬ সালে সেমিতে উঠেছিল ভিলারিয়াল।