Bangla News Photo gallery Virat Kohli and Anushka Sharma are all smiles at Indian Sports Honours 2023, fans call them power couple
Virat Kohli-Anushka Sharma: অ্যাওয়ার্ড শো-তে দ্যুতি ছড়াল পাওয়ার কাপল বিরুষ্কা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Mar 24, 2023 | 5:29 PM
Indian Sports Honours 2023: বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) বরাবরাই পাওয়ার কাপল বলা হয়ে থাকে। সদ্য বিরুষ্কাকে ইন্ডিয়ান স্পোর্টস অনার্স অনুষ্ঠানে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিরাট-অনুষ্কার সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবি ভাইরাল হয়েছে।
1 / 8
সদ্য মুম্বইতে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান স্পোর্টস অনার্স (Indian Sports Honours 2023) অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ভারতীয় ক্রীড়াক্ষেত্রের একাধিক তারকা উপস্থিত ছিলেন। সেখানে একসঙ্গে হাজির হয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। (ছবি-টুইটার)
2 / 8
আর বিরাট-অনুষ্কা যেখানে থাকবেন সেখানে পাপারাজ্জিরা তাঁদের ধাওয়া করবেন না, তেমনটা হয় নাকি? না সেটা হয় না। ক্রিকেট-বলিউড মিশেলের অন্যতম স্টাইলিশ কাপল বিরাট ও অনুষ্কা। (ছবি-বিরাট কোহলি ইন্সটাগ্রাম)
3 / 8
মুম্বইতে হওয়া ইন্ডিয়ান স্পোর্টস অনার্স অনুষ্ঠানে পাপারাজ্জিদের আবদারে পোজ দিয়েছেন বিরাট ও অনুষ্কা। (ছবি-টুইটার)
4 / 8
ইন্ডিয়ান স্পোর্টস অনার্স অনুষ্ঠানের রেড কার্পেটে বিরাট-অনুষ্কা পৌঁছতেই 'পাওয়ার কাপল' শব্দটা বার বার ভেসে আসছিল। (ছবি-টুইটার)
5 / 8
দেশকে যে ক্রীড়াবিদরা গর্বিত করেছেন তাঁদের সাফল্য উদযাপনে অংশ নিতে এই অনুষ্ঠানে গিয়েছিলেন বিরাট কোহলি ও তাঁর স্ত্রী, বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা। (ছবি-টুইটার)
6 / 8
সোশ্যাল মিডিয়ায় বিরাট-অনুষ্কার ছবিতে কমেন্টের বন্যা বয়ে চলেছে। কেউ লিখছেন, 'রাজা ও রানী।' কেউ আবার তাঁদের লিখেছেন, 'পাওয়ার কাপল।' (ছবি-টুইটার)
7 / 8
নেটিজ়েনরা বিরুষ্কা জুটিকে ক্রিকেট-বলিউড মিশেলের সবচেয়ে সেরা জুটি বলেও উল্লেখ করেছেন। (ছবি-বিরাট কোহলি ইন্সটাগ্রাম)
8 / 8
বিরাট ও অনুষ্কা অতীতেও বহু অ্যাওয়ার্ড শো-তে একসঙ্গে গিয়েছেন। বরাবরই এই জুটি নেটনাগরিকদের মন জয় করে নিয়েছে। (ছবি-টুইটার)