Virat Kohli-Anushka Sharma: ইউরোপ ভ্রমণ পর্ব শেষ, দেশে ফিরলেন বিরুষ্কা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 03, 2022 | 7:30 AM

ভ্যাকেশন মোড গন... ওয়ার্ক মোড অন... এটাই এখন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার ক্ষেত্রে প্রযোজ্য। ইউরোপে ছুটি কাটিয়ে সদ্য দেশে ফিরে এসেছেন বিরুষ্কা। ভ্রমণ পর্ব শেষ, এ বার কাজে ফেরার পালা। সদ্য মুম্বই এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হয়েছেন বিরাট-অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই। দেখে নিন বিরুষ্কার সেই ছবি...

1 / 5
ভ্যাকেশন মোড গন... ওয়ার্ক মোড অন... এটাই এখন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) ক্ষেত্রে প্রযোজ্য। ইউরোপে ছুটি কাটিয়ে সদ্য দেশে ফিরে এসেছেন বিরুষ্কা। ভ্রমণ পর্ব শেষ, এ বার কাজে ফেরার পালা। সদ্য মুম্বই এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হয়েছেন বিরাট-অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই। দেখে নিন বিরুষ্কার সেই ছবি... (ছবি-টুইটার)

ভ্যাকেশন মোড গন... ওয়ার্ক মোড অন... এটাই এখন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) ক্ষেত্রে প্রযোজ্য। ইউরোপে ছুটি কাটিয়ে সদ্য দেশে ফিরে এসেছেন বিরুষ্কা। ভ্রমণ পর্ব শেষ, এ বার কাজে ফেরার পালা। সদ্য মুম্বই এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হয়েছেন বিরাট-অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই। দেখে নিন বিরুষ্কার সেই ছবি... (ছবি-টুইটার)

2 / 5
ইউরোপে ২ সপ্তাহের ছুটি কাটালেন বিরাট ও অনুষ্কা। স্পেন, প্যারিস, লন্ডনে নিজেদের মতো করে সময় কাটালেন ভারতের ক্রিকেট ও বলিউডের এই পাওয়ার কাপল... (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

ইউরোপে ২ সপ্তাহের ছুটি কাটালেন বিরাট ও অনুষ্কা। স্পেন, প্যারিস, লন্ডনে নিজেদের মতো করে সময় কাটালেন ভারতের ক্রিকেট ও বলিউডের এই পাওয়ার কাপল... (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

3 / 5
বিরাট কোহলির স্ত্রী বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা প্যারিসে ক্রোসেন্ট খেতে খেতে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন। এবং সেই ছবির ক্যাপশনে বিরাটজায়া লিখেছিলেন, "প্যারিসে থাকলে অনেক ক্রোসেন্ট খাও।" (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

বিরাট কোহলির স্ত্রী বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা প্যারিসে ক্রোসেন্ট খেতে খেতে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন। এবং সেই ছবির ক্যাপশনে বিরাটজায়া লিখেছিলেন, "প্যারিসে থাকলে অনেক ক্রোসেন্ট খাও।" (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

4 / 5
লন্ডনে ছুটি কাটানোর সময় বিরাট ও অনুষ্কা গিয়েছিলেন বোম্বে বাস্টল ভারতীয় রেস্টুরেন্টেও। সেই ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। (ছবি-টুইটার)

লন্ডনে ছুটি কাটানোর সময় বিরাট ও অনুষ্কা গিয়েছিলেন বোম্বে বাস্টল ভারতীয় রেস্টুরেন্টেও। সেই ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। (ছবি-টুইটার)

5 / 5
সপরিবারে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন কোহলি। এ বার সামনেই এশিয়া কাপ। শুরু হবে ২৭ অগস্ট। তারই প্রস্তুতিতে ডুব দেবেন কোহলি। আর অনুষ্কা ফিরবেন ফের রোল, ক্যামেরা, অ্যাকশন মোডে... (ছবি-টুইটার)

সপরিবারে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন কোহলি। এ বার সামনেই এশিয়া কাপ। শুরু হবে ২৭ অগস্ট। তারই প্রস্তুতিতে ডুব দেবেন কোহলি। আর অনুষ্কা ফিরবেন ফের রোল, ক্যামেরা, অ্যাকশন মোডে... (ছবি-টুইটার)

Next Photo Gallery