
শেষবার বিরাট কোহলির ব্যাটে টেস্ট সেঞ্চুরি কবে এসেছিল মনে পড়ে? অনেকেই ভেবে মনে করতে পারবেন না। পাক্কা তিনবছরের বেশি সময় ধরে বিরাট ব্যাটে টেস্ট সেঞ্চুরি নেই। (ছবি:টুইটার)

৯ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বর্ডার গাভাসকর ট্রফি তাই বিরাট কোহলির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। গতবছর টি-২০, ওডিআই সেঞ্চুরি এসেছে বিরাট ব্যাটে। এ বছরও ওডিআই ফরম্যাটে শতরান হাঁকিয়েছেন। অপেক্ষা শুধু টেস্ট ফরম্যাটের। (ছবি:টুইটার)

বিরাটের মতো আগ্রাসী ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বৈরথটা দারুণ উপভোগ করেন। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল ভারত। তাই বর্ডার-গাভাসকর ট্রফি কোহলির কাছে স্মরণীয় এক সিরিজ।(ছবি:টুইটার)

এ বার নেতৃত্বের বাড়তি দায়িত্ব কাঁধে নেই। শুধুমাত্র রান তোলার দিকেই মন দেবেন রানমেশিন। বিরাটের সাম্প্রতিক ফর্ম অজিদের কপালে বড়সড় ভাঁজ ফেলবে তাতে সন্দেহ নেই। (ছবি:টুইটার)

ব্যাট হাতে বিরাটের মাঠে নামা মানেই রেকর্ড ভাঙাগড়ার খেলা। বর্ডার গাভাসকর ট্রফিতেও তার ব্যতিক্রম হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান পূর্ণ করার দোরগোড়ায় বিরাট। চাই মাত্র ৬৪ রান। (ছবি:টুইটার)

৩৪ বছরের ডানহাতি ব্যাটার এখনও পর্যন্ত মোট ৪৯০টি ম্যাচ খেলেছেন। ৫৩.৭৪ গড়ে ২৪৯৩৬ রান করেছেন। বিরাটের আগে রয়েছেন সচিন তেন্ডুলকর। ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার বা তার বেশি রান রয়েছে একমাত্র সচিনের। (ছবি:টুইটার)

নাগপুরে এখন যুদ্ধ যুদ্ধ ভাব। কোহলি অবশ্য কুল। ক্যাপ্টেন কুলের মতোই চাপ কাটাতে ফুটবলের শরণাপন্ন হলেন। জয়দেব উনাদকট, অক্ষর প্যাটেলদের সঙ্গে খেললেন ফুটবল।(ছবি:টুইটার)

প্রস্তুতি সারা, এখন শুধু মাঠে নেমে পড়ার পালা। অনুশীলনের ছবি টুইট করে উত্তাপ বাড়িয়ে দিয়েছেন কোহলি। লিখেছেন, মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।(ছবি:টুইটার)