
জো'বার্গ অতীত। কেপ টাউনে ইতিহাস গড়তে চায় কোহলির ভারত। (ছবি-বিসিসিআই টুইটারের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)

ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টে প্রথম একাদশে কি শিকে ছিড়বে ভারতীয় তরুণ ক্রিকেটার শ্রেয়স আইয়ারের। (ছবি-বিসিসিআই টুইটারের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)

নতুনদের সুযোগ দেওয়ার জন্য কি ভারতের প্রথম এগারো থেকে বাদ পড়তে পারেন অজিঙ্ক রাহানে? (ছবি-বিসিসিআই টুইটারের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)

কেপ টাউনে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের রেকর্ড খুব একটা ভালো নয়। এর আগে কেপ টাউনে ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে তিনবার হেরেছে ভারত এবং ২ বার ম্যাচ ড্র হয়েছে। (ছবি-বিসিসিআই টুইটারের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)

কেপ টাউনে পৌঁছে গ্র্যান্ড ওয়েলকাম পেল ভারতীয় দল। (ছবি-বিসিসিআই টুইটারের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)