Bangla NewsPhoto gallery Virat Kohli & Co reach Cape Town as Team India eye on history against South Africa
India vs South Africa: জো’বার্গ অতীত, কেপ টাউনে ইতিহাস গড়ার অপেক্ষায় বিরাটব্রিগেড
জো'বার্গেই টিম ইন্ডিয়ার (Team India) সামনে সুবর্ণ সুযোগ ছিল ইতিহাস গড়ার। কিন্তু বছরের প্রথম এবং ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে হেরেছে ভারত। সিরিজে সমতা ফিরিয়েছে ডিন এলগারের দল। তবে জো'বার্গে যা হয়েছে, তা ভুলে সামনের দিকে তাকাতে তৈরি বিরাটব্রিগেড। কেপ টাউনে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ১১ জানুয়ারি শুরু হবে এই সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। আর তাতেই ফয়সলা হবে, সিরিজের ভাগ্য। তবে সেঞ্চুরিয়নে দাপুটে জয়ের পর, জো'বার্গে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে কেপ টাউন টেস্ট জিতলেই, প্রোটিয়াদের দেশে ইতিহাস গড়বে ভারত।