
ক্রিকেট মাঠে সময়টা ভালো যাচ্ছে না বিশ্ব ক্রিকেটের অন্য়তম তারকা বিরাট কোহলির। দীর্ঘ তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান নেই গত দশকের সেরা ক্রিকেটার বিরাটের ব্যাটে। (ছবি : টুইটার)

ক্রিজে নেমে পরিচিত সেই কভার ড্রাইভ কিংবা অন ড্রাইভও কোথায় যেন হারিয়ে গিয়েছে। ড্রাইভ করতে গেলে বল চলে যাচ্ছে স্লিপ ফিল্ডারের হাতে। (ছবি : টুইটার)

ক্রিজে ড্রাইভের পরিস্থিতি যাই হোক, স্কুটি ড্রাইভে কিন্তু নজর কাড়লেন বিরাট। মুম্বইয়ের রাস্তায় স্কুটিতে জুটি। চালকের আসনে বিরাট কোহলি। (ছবি : টুইটার)

ইংল্যান্ড সফরের পর বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। ইউরোপে ছুটি কাটিয়ে দেশে ফিরে অনুশীলনও শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। (ছবি : টুইটার)

সামনেই এশিয়া কাপ। স্কোয়াডে রয়েছেন বিরাট। ছুটি কাটিয়ে, বিশ্রাম নিয়ে তরতাজা বিরাট কোহলি। এশিয়া কাপে কি খুঁজে পাওয়া যাবে সেই পুরনো বিরাট কোহলিকে? (ছবি : টুইটার)