
বাইশ গজে ফের চেনা ছন্দে বিরাট কোহলি (Virat Kohli)। চলতি এশিয়া কাপে দুর্বল প্রতিপক্ষ হংকংয়ের বিরুদ্ধে রানে ফিরলেন কিং কোহলি। দুবাইতে বুধরাতে কেরিয়ারের ৩১তম হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভিকে। ১৯৪ দিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করলেন কোহলি। (ছবি-পিটিআই)

হংকংয়ের বিরুদ্ধে ৪৪ বলে অপরাজিত ৫৯ রান করে যান ভিকে। যে ইনিংস গড়ার পথে কোহলির ব্যাট থেকে এসেছে ১টি চার ও ৩টি ছয়। স্ট্রাইক রেট ১৩৪.০৯। (ছবি-পিটিআই)

পাক্কা ১৯৪ দিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করলেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি শেষ বার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হাফসেঞ্চুরির দর্শন হয়েছিল কোহলির। তার পরের চারটি টি-২০ ইনিংস যথাক্রমে - ১, ১১, ৩৫ ও ৫৯*। (ছবি-পিটিআই)

অধিনায়ক রোহিত শর্মা সাজঘরে ফেরার পর, তিন নম্বরে নামেন বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে জুটিতে তোলেন ৫৬ রান। (ছবি-বিরাট কোহলি টুইটার)

এরপর তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে ৪২ বলে ৯৮ অপরাজিত পার্টনারশিপ গড়েন ভিকে। সেই সুবাদে হংকংয়ের সামনে ১৯৩ রানের টার্গেট রাখে ভারত। যে রান তুলতে ব্যর্থ হয় কিঞ্চিত শাহরা। ফলে ৪০ রানের বড় ব্যবধানে ম্য়াচ জিতে নেয় ভারত। (ছবি-পিটিআই)