Asia Cup 2022: পাক পেসারকে সই করা জার্সি উপহার বিরাটের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 29, 2022 | 8:11 PM

Asia Cup 2022: এশিয়া কাপ শুরুর আগে থেকে নানা সৌহার্দের মুহূর্ত দেখা গিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচে যতই প্রতিদ্বন্দ্বিকা থাকুক, মাঠের বাইরে বন্ধুত্বের চিত্র ধরা পড়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের পর এমনই একটি হৃদয় স্পর্শ করা মুহূর্ত বিরাট কোহলি-হ্যারিস রউফের।

1 / 5
 এশিয়া কাপ অভিযানে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জয় ভারতের। গত টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। এশিয়া কাপে তার মধুর বদলা। (ছবি : বিসিসিআই ভিডিও)

এশিয়া কাপ অভিযানে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জয় ভারতের। গত টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। এশিয়া কাপে তার মধুর বদলা। (ছবি : বিসিসিআই ভিডিও)

2 / 5
বিরাট কোহলির ফর্ম নিয়ে লাগাতার সমালোচনা হয়েছে। রবিবারের ম্যাচে ৩৫ রান করলেও স্ট্রাইকরেট সাড়া জাগানো নয়। (ছবি : বিসিসিআই ভিডিও)

বিরাট কোহলির ফর্ম নিয়ে লাগাতার সমালোচনা হয়েছে। রবিবারের ম্যাচে ৩৫ রান করলেও স্ট্রাইকরেট সাড়া জাগানো নয়। (ছবি : বিসিসিআই ভিডিও)

3 / 5
 ভারত ৫ উইকেটে জিতলেও পাকিস্তান অল্প রানের পুঁজি নিয়েও দারুণ লড়াই করেছে। বিশেষত তরুণ পেসার নাসিম শাহ। (ছবি : বিসিসিআই ভিডিও)

ভারত ৫ উইকেটে জিতলেও পাকিস্তান অল্প রানের পুঁজি নিয়েও দারুণ লড়াই করেছে। বিশেষত তরুণ পেসার নাসিম শাহ। (ছবি : বিসিসিআই ভিডিও)

4 / 5
পাকিস্তানের আরেক পেসার হ্যারিস রউফ এই ম্যাচে নজর কাড়তে না পারলেও টি ২০ ফরম্যাটে তাঁর পারফরম্যান্স সাড়া জাগানোর মতোই। (ছবি : বিসিসিআই ভিডিও)

পাকিস্তানের আরেক পেসার হ্যারিস রউফ এই ম্যাচে নজর কাড়তে না পারলেও টি ২০ ফরম্যাটে তাঁর পারফরম্যান্স সাড়া জাগানোর মতোই। (ছবি : বিসিসিআই ভিডিও)

5 / 5
ম্যাচে উইকেট কিংবা জয় না এলেও বিরাট উপহার প্রাপ্তি হল হ্যারিস রউফের। বিরাট কোহলি সই করা জার্সি উপহার দেন হ্যারিসকে। ভারতীয় বোর্ডের তরফে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। (ছবি : বিসিসিআই ভিডিও)

ম্যাচে উইকেট কিংবা জয় না এলেও বিরাট উপহার প্রাপ্তি হল হ্যারিস রউফের। বিরাট কোহলি সই করা জার্সি উপহার দেন হ্যারিসকে। ভারতীয় বোর্ডের তরফে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। (ছবি : বিসিসিআই ভিডিও)

Next Photo Gallery