Virat Kohli: ব্যর্থতা মুছে আবার সম্রাট বিরাট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 05, 2022 | 9:00 AM

দুবাইতে রবিরাতে পাকিস্তানের (Paksitan) কাছে ৫ উইকেটে হেরেছে ভারত (India)। শাদাব-নাসিমদের বিরুদ্ধে জ্বলে উঠল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। সমালোচকদের মুখ দিয়ে নয়, ব্যাট দিয়ে জবাব দিলেন কোহলি। বাবরদের বিরুদ্ধে ৪৪ বলে ৬০ রান করে গেলেন ভিকে। এত দিন রান না পাওয়ার ব্যর্থতা মুছে ফের সম্রাটের আসনে ফিরলেন বিরাট।

1 / 5
দুবাইতে রবিরাতে পাকিস্তানের (Paksitan) কাছে ৫ উইকেটে হেরেছে ভারত (India)। শাদাব-নাসিমদের বিরুদ্ধে জ্বলে উঠল বিরাট কোহলির ব্যাট। সমালোচকদের মুখ দিয়ে নয়, ব্যাট দিয়ে জবাব দিলেন কোহলি। বাবরদের বিরুদ্ধে ৪৪ বলে ৬০ রান করে গেলেন ভিকে। এত দিন রান না পাওয়ার ব্যর্থতা মুছে ফের সম্রাটের আসনে ফিরলেন বিরাট। (ছবি-বিসিসিআই টুইটার)

দুবাইতে রবিরাতে পাকিস্তানের (Paksitan) কাছে ৫ উইকেটে হেরেছে ভারত (India)। শাদাব-নাসিমদের বিরুদ্ধে জ্বলে উঠল বিরাট কোহলির ব্যাট। সমালোচকদের মুখ দিয়ে নয়, ব্যাট দিয়ে জবাব দিলেন কোহলি। বাবরদের বিরুদ্ধে ৪৪ বলে ৬০ রান করে গেলেন ভিকে। এত দিন রান না পাওয়ার ব্যর্থতা মুছে ফের সম্রাটের আসনে ফিরলেন বিরাট। (ছবি-বিসিসিআই টুইটার)

2 / 5
রবিরাতে পাকিস্তানের বিরুদ্ধে ৬০ রানের সুবাদে এ বারের এশিয়া কাপে সর্বাধিক রানের তালিকায় শীর্ষে উঠে গিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু ম্যাচের শেষে মহম্মদ রিজওয়ান টপকে গেলেন কোহলিকে। এই মুহূর্তে এ বারের এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটর রিজওয়ান। (ছবি-বিসিসিআই টুইটার)

রবিরাতে পাকিস্তানের বিরুদ্ধে ৬০ রানের সুবাদে এ বারের এশিয়া কাপে সর্বাধিক রানের তালিকায় শীর্ষে উঠে গিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু ম্যাচের শেষে মহম্মদ রিজওয়ান টপকে গেলেন কোহলিকে। এই মুহূর্তে এ বারের এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটর রিজওয়ান। (ছবি-বিসিসিআই টুইটার)

3 / 5
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে রবিরাতে কোহলি করেন তাঁর চতুর্থ হাফসেঞ্চুরি। যার ফলে ইংল্যান্ডের কিংবদন্তি কেভিন পিটারসেন, নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল, কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চদের তালিকায় ঢুকে পড়লেন বিরাট কোহলি।  (ছবি-বিসিসিআই টুইটার)

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে রবিরাতে কোহলি করেন তাঁর চতুর্থ হাফসেঞ্চুরি। যার ফলে ইংল্যান্ডের কিংবদন্তি কেভিন পিটারসেন, নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল, কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চদের তালিকায় ঢুকে পড়লেন বিরাট কোহলি। (ছবি-বিসিসিআই টুইটার)

4 / 5
এ বারের এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে প্রথম সাক্ষাতে ৩৫ রান করেছিলেন বিরাট। এরপর হংকংয়ের বিরুদ্ধে তিনি  ৫৯ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে যান। হংকং দুর্বল প্রতিপক্ষ হওয়ায়, সেই ম্যাচে বিরাটের হাফসেঞ্চুরি খুব একটা পাত্তা পায়নি সমালোচকদের মতে। কিন্তু ওই ম্যাচেই বিরাট ট্রেলার দেখিয়ে গিয়েছিলেন, যে তিনি ফিরতে চলেছেন। (ছবি-বিসিসিআই টুইটার)

এ বারের এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে প্রথম সাক্ষাতে ৩৫ রান করেছিলেন বিরাট। এরপর হংকংয়ের বিরুদ্ধে তিনি ৫৯ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে যান। হংকং দুর্বল প্রতিপক্ষ হওয়ায়, সেই ম্যাচে বিরাটের হাফসেঞ্চুরি খুব একটা পাত্তা পায়নি সমালোচকদের মতে। কিন্তু ওই ম্যাচেই বিরাট ট্রেলার দেখিয়ে গিয়েছিলেন, যে তিনি ফিরতে চলেছেন। (ছবি-বিসিসিআই টুইটার)

5 / 5
দুবাইতে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে ভারত ঠিকই, কিন্তু সমালোচকদের মুখ বন্ধ করার জন্য দারুণ একটা ইনিংস উপহার দিয়ে গেলেন কোহলি। (ছবি-বিসিসিআই টুইটার)

দুবাইতে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে ভারত ঠিকই, কিন্তু সমালোচকদের মুখ বন্ধ করার জন্য দারুণ একটা ইনিংস উপহার দিয়ে গেলেন কোহলি। (ছবি-বিসিসিআই টুইটার)

Next Photo Gallery