
কথায় বলে বলিউডে কাস্টিং কাউচের ফাঁদে পা নয়। অথচ, প্রতিটা মুহূর্তে শুটিং সেটে সহ অভিনেতা বা পরিচালক প্রযোজকের যে কটুক্তি ধেয়ে আসে, তার বেলায় কি!

বিরাটের এই আবেগমাখা পোস্ট মন ছুঁয়ে গিয়েছে তাঁর সমর্থকদের। (ছবি-বিরাট কোহলি টুইটার)

একমুখ হাসি নিয়ে কেক খাওয়ার ছবি পোস্ট করেছেন বার্থ ডে গার্ল অনুষ্কাও। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

আবার ছবির ক্যাপশনে লিখেওছেন, নিজের জন্মদিনে কেকের সবথেকে বড় টুকরোটা তিনিই খেয়েছেন। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

সাদা রংয়ের কেকটিতে লেখা ছিল 'হ্যাপি বার্থ ডে মাই লাভ'। আজ, অনুষ্কার জন্মদিন। কিন্তু গতকাল রানে ফিরে (গুজরাতের বিরুদ্ধে গতকালের ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন বিরাট) তিনি আগাম জন্মদিনের উপহারটা দিয়েছিলেন। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)