
বিরাট কোহলি - ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি একজন প্রকৃত ডগ লাভার। তিনি ১৫টি পথ চলতি কুকুর দত্তক নিয়েছেন। এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করেছেন। তাঁর প্রথম পোষ্য ছিল একটি পোমেরানিয়ান। তার পর, বিরাটের রিকো নামে একটি সোনালি রংয়ের ল্যাব্রাডর রিট্রিভার ছিল। এরপর, ব্রুনো নামে তাঁর একটি বিগল ছিল, সে কোহলির ওয়ার্কআউট সঙ্গীও ছিল। দুর্ভাগ্যবশত, ভিকের প্রিয় সঙ্গী ব্রুনো, কোহলির সঙ্গে ১১ বছর থাকার পর মারা যায়।

সচিন তেন্ডুলকর - ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরেরও পোষ্যপ্রীতি কারও অজানা নয়। কিছুদিন আগে সচিনের বাড়িতে আসে এক নতুন সদস্য। মহানন্দে স্পাইক নামের সেই নয়া সদস্যের সঙ্গে তাঁর অনুরাগীদের পরিচয় করিয়ে দেন তিনি।

হার্দিক পান্ডিয়া - ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অ্যাস্টন এবং বেন্টলি নামে দুটি কুকুর রয়েছে। যাদের সঙ্গে তিনি লকডাউনের সময় প্রচুর সময় কাটিয়েখেছিলেন। হার্দিকের ইনস্টাগ্রামে ঢুঁ মারলে দেখা যা, তাঁর কুকুরের সঙ্গে খুনসুটি করার একাধিক ছবি ও ভিডিয়ো।

যুবরাজ সিং - ভারতের তারকা অলরাউন্ডার যুবরাজ সিংও একজন কুকুর প্রেমী। এবং তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাঁর কুকুরের ছবি পোস্ট করেন। তাঁর দুটি কুকুর আছে। কোকো এবং পুপিন্দর সিং। তারা দুজনেই পুডল।

ভুবনেশ্বর কুমার - ভারতের সিনিয়র ক্রিকেটার ভুবনেশ্বর কুমারও একজন ডগ লাভার। তিনি প্রায়শই নিজের পোষ্যর সঙ্গে ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর পোষ্যর নাম অ্যালেক্স।

রোহিত শর্মা - ভারত অধিনায়ক রোহিত শর্মা PETA-র সমর্থক। হিটম্যানের বাড়িতে এক ছোট্ট বিগল রয়েছে। একাধিক সময়ে রোহিতকে তার সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছে।