Bangla NewsPhoto gallery Virat Kohli training very hard for India vs Pakistan Super 4 match, he wears high altitude mask used by top Athletes for training
Asia Cup 2022: ভারত-পাক মহারণের আগে বিশেষ মাস্ক পরে অনুশীলন কোহলির
Virat Kohli: রবিরাতে এ বারের এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তান মহারণ। হাইভোল্টেজ ম্যাচের আগে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনের সময় বিশেষ মাস্ক মুখে দেখা গেল বিরাট কোহলিকে। মাঠের একপ্রান্ত থেকে অপর প্রান্তে কোহলি দৌড়চ্ছেন সেই মাস্ক পরে। 'হাই অ্যাল্টিটিউড মাস্ক' পরে নজর কাড়লেন ভিকে। অ্যাথলিটরা বিশেষ করে এই মাস্ক ব্যবহার করেন ফুসফুসের ক্ষমতা বাড়াতে এবং শ্বাসজনিত সমস্যা এড়াতে।