Asia Cup 2022: ভারত-পাক মহারণের আগে বিশেষ মাস্ক পরে অনুশীলন কোহলির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 03, 2022 | 2:40 PM

Virat Kohli: রবিরাতে এ বারের এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তান মহারণ। হাইভোল্টেজ ম্যাচের আগে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনের সময় বিশেষ মাস্ক মুখে দেখা গেল বিরাট কোহলিকে। মাঠের একপ্রান্ত থেকে অপর প্রান্তে কোহলি দৌড়চ্ছেন সেই মাস্ক পরে। 'হাই অ্যাল্টিটিউড মাস্ক' পরে নজর কাড়লেন ভিকে। অ্যাথলিটরা বিশেষ করে এই মাস্ক ব্যবহার করেন ফুসফুসের ক্ষমতা বাড়াতে এবং শ্বাসজনিত সমস্যা এড়াতে।

1 / 5
রবিরাতে এ বারের এশিয়া কাপে (Asia Cup 2022) ফের ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। হাইভোল্টেজ ম্যাচের আগে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনের সময় বিশেষ মাস্ক মুখে দেখা গেল বিরাট কোহলিকে। মাঠের একপ্রান্ত থেকে অপর প্রান্তে কোহলি দৌড়চ্ছেন সেই মাস্ক পরে। 'হাই অ্যাল্টিটিউড মাস্ক' পরে নজর কাড়লেন ভিকে। অ্যাথলিটরা বিশেষ করে এই মাস্ক ব্যবহার করেন ফুসফুসের ক্ষমতা বাড়াতে এবং শ্বাসজনিত সমস্যা এড়াতে। (ছবি-টুইটার)

রবিরাতে এ বারের এশিয়া কাপে (Asia Cup 2022) ফের ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। হাইভোল্টেজ ম্যাচের আগে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনের সময় বিশেষ মাস্ক মুখে দেখা গেল বিরাট কোহলিকে। মাঠের একপ্রান্ত থেকে অপর প্রান্তে কোহলি দৌড়চ্ছেন সেই মাস্ক পরে। 'হাই অ্যাল্টিটিউড মাস্ক' পরে নজর কাড়লেন ভিকে। অ্যাথলিটরা বিশেষ করে এই মাস্ক ব্যবহার করেন ফুসফুসের ক্ষমতা বাড়াতে এবং শ্বাসজনিত সমস্যা এড়াতে। (ছবি-টুইটার)

2 / 5
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে নামার আগে, ভারতের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইয়ের তত্ত্বাবধানে কোহলি 'হাই অ্যাল্টিটিউড মাস্ক' পরে অনুশীলন করলেন। (ছবি-টুইটার)

পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে নামার আগে, ভারতের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইয়ের তত্ত্বাবধানে কোহলি 'হাই অ্যাল্টিটিউড মাস্ক' পরে অনুশীলন করলেন। (ছবি-টুইটার)

3 / 5
ভারতীয় ক্রিকেট দলের সকল প্লেয়ারই ফিট। তাঁদের মধ্যে নিজের ফিটনেসকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন কোহলি। ফলে তাঁর কাছ থেকে বরাবরই নতুন কিছু আশা করেন কোহলিপ্রেমীরা। (ছবি-টুইটার)

ভারতীয় ক্রিকেট দলের সকল প্লেয়ারই ফিট। তাঁদের মধ্যে নিজের ফিটনেসকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন কোহলি। ফলে তাঁর কাছ থেকে বরাবরই নতুন কিছু আশা করেন কোহলিপ্রেমীরা। (ছবি-টুইটার)

4 / 5
বিশেষ মাস্ক পরে, অনুশীলনের ফাঁকে ঘড়ির কাঁটায় চোখ রাখছিলেন কোহলি। বাবরদের বিরুদ্ধে নামার আগে নিজেকেই নয়া চ্যালেঞ্জ দিলেন তিনি। যা উতরেও গেলেন অনায়াসে। (ছবি-টুইটার)

বিশেষ মাস্ক পরে, অনুশীলনের ফাঁকে ঘড়ির কাঁটায় চোখ রাখছিলেন কোহলি। বাবরদের বিরুদ্ধে নামার আগে নিজেকেই নয়া চ্যালেঞ্জ দিলেন তিনি। যা উতরেও গেলেন অনায়াসে। (ছবি-টুইটার)

5 / 5
উল্লেখ্য, এ বারের এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রান করেছিলেন কোহলি। এরপর হংকংয়ের বিরুদ্ধে ৫৯ অপরাজিত ইনিংস খেলে যান বিরাট। এ বার ভিকের নজরে ফের পাকিস্তান। হংকংয়ের বিরুদ্ধে যেমন বিরাটের ব্যাট জ্বলে উঠেছিল, তেমনই এ বার পাকিস্তানের বিরুদ্ধে কোহলির ব্যাটে ঝড় দেখার অপেক্ষায় রয়েছে আপামর বিরাটপ্রেমীরা। (ছবি-টুইটার)

উল্লেখ্য, এ বারের এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রান করেছিলেন কোহলি। এরপর হংকংয়ের বিরুদ্ধে ৫৯ অপরাজিত ইনিংস খেলে যান বিরাট। এ বার ভিকের নজরে ফের পাকিস্তান। হংকংয়ের বিরুদ্ধে যেমন বিরাটের ব্যাট জ্বলে উঠেছিল, তেমনই এ বার পাকিস্তানের বিরুদ্ধে কোহলির ব্যাটে ঝড় দেখার অপেক্ষায় রয়েছে আপামর বিরাটপ্রেমীরা। (ছবি-টুইটার)

Next Photo Gallery