Virat Kohli: কোহলির শরীরজুড়ে ১১ খানা ট্যাটু, কেমন দেখতে সেগুলি, অর্থই বা কি জানেন?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jul 05, 2022 | 10:00 AM
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) একজন প্রকৃত ট্যাটুভক্ত বলা চলে। তাঁর শরীরে রয়েছে মোট ১১টি ট্যাটু। এবং সেই ট্যাটুগুলির রয়েছে আলাদা আলাদা অর্থও। এক নজরে দেখে নিন কোহলির ১১টি ট্যাটু কেমন দেখতে এবং জেনে নিন একগুচ্ছ ট্যাটুর পেছনের রহস্য কী...
1 / 11
গডস আই ট্যাটু - বিরাটের শরীরের ‘গডস আই’ ট্যাটুর মানে হল, যাই ঘটুক না কেন, কেউ না কেউ নজর রাখছে তাঁর উপর।
2 / 11
জাপানি সামুরাই ট্যাটু - কোহলির বাঁ হাতে রয়েছে জাপানি সামুরাইয়ের বিরাট বড় ট্যাটু। জাপানে একটা সময় সামুরাইদের বিরাট মানা হত। ট্যাটুর পিছনের দর্শনটি সামুরাইয়ের বুশিডো কোডের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যা যোদ্ধা হওয়ার সাতটি গুণ বর্ণনা করে - জি (বিচার), ইউ (সাহস), জিন (উদারতা), রেই (ভদ্রতা), মাকোটো (সততা), মেইয়ো। (সম্মান) এবং চুগি (আনুগত্য)।
3 / 11
মায়ের নামে ট্যাটু - বিরাট কোহলি তাঁর মাকে খুব ভালোবাসেন। তাই মায়ের নামের 'সরোজ' ট্যাটু রয়েছে বিরাটের হাতে। যার থেকে কোহলি বোঝাতে চেয়েছেন তাঁর জীবনে তাঁর মায়ের ভূমিকা কতটা।
4 / 11
বাবার নামে ট্যাটু - তবে কোহলির হাতে শুধু মায়ের নামের ট্যাটুই নেই। রয়েছে তাঁর বাবার নামেও 'প্রেম' ট্যাটুও। তাঁর কাছে বাবার মৃত্যুটা বড় ধাক্কা ছিল। বাবার স্মরণে সেই ট্যাটু করিয়েছেন ভিকে।
5 / 11
ওয়ান ডে ক্যাপ নম্বর '১৭৫' ট্যাটু - ওয়ান ডে ক্যাপের ট্যাটু রয়েছে বিরাটের হাতে। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৮ সালে প্রথম পা রেখেছিলেন কোহলি। ওয়ান ডে-তে ১৭৫তম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল কোহলির। সেই নম্বরটি হাতে ট্যাটু করিয়ে রেখেছেন ভিকে।
6 / 11
টেস্ট ক্যাপ নম্বর '২৬৯' ট্যাটু - ওয়ান ডে-র মতো টেস্ট ক্যাপ নম্বরের ট্যাটুও রয়েছে কোহলির। ভারতের ২৬৯তম ক্রিকেটার হিসেবে ২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহলির টেস্ট অভিষেক হয়। সেই সংখ্যাটিই ট্যাটু করে রেখেছেন কোহলি।
7 / 11
সারা বিশ্বের ঐশ্বরিক শক্তির অঙ্গ হিসেবে ‘ওম’ শব্দকে মানা হয়। এই ট্যাটুর মাধ্যমে বোঝায়, এই বিশাল পৃথিবীতে মানুষ কতটা ক্ষুদ্র।
8 / 11
লর্ড শিবা ট্যাটু - কোহলির শরীরে রয়েছে ‘লর্ড শিবা’ নামের একটি ট্যাটু। শিব মানেই হল প্রলয় বা ধ্বংসের প্রতীক। কোহলি একবার জানিয়েছিলেন, নিজের মধ্যে কোনও কিছু জিনিসকে দমিয়ে রাখতে চান তিনি, যার কারণেই এই ট্যাটু করিয়েছেন।
9 / 11
মনেস্ট্রি ট্যাটু - কোহলির বাঁ হাতে শিবের ট্যাটুর পাশেই রয়েছে ‘মনেস্ট্রি’ নামের ট্যাটু। তিনি মানেন এটি ২২ গজে তাঁকে মানসিক শান্তি দেয়। শুধু তাই নয়, বিরাটের মতে ব্যাট হাতে সাধনার প্রতীকও এটি।
10 / 11
জোডিয়াক চিহ্ন স্করপিও ট্যাটু - বিরাটের রাশি বৃশ্চিক। কোহলির ডান হাতে নিজের জোডিয়াক সাইন 'স্করপিও' লেখা ট্যাটুও রয়েছে।
11 / 11
ট্রাইবাল ট্যাটু - বিরাট কোহলির প্রথম দিকের একখানা ট্যাটু হল ‘ট্রাইবাল আর্ট’ নামের ট্যাটুটি। এটি হল আগ্রাসনের প্রতীক।