
মোবাইল খুইয়ে ভেঙে পড়েছিলেন বিরাট কোহলি। মঙ্গলবার সাত সকালে টুইট করে অনুরাগীদের সেই খবর জানান। নতুন কেনা মোবাইল উধাও হল কীভাবে? (ছবি:টুইটার)

একদিন পরই বিরাটের খোয়া যাওয়া মোবাইল ফেরত পাওয়া গেল। মোবাইলটি কুড়িয়ে পেলেন কুলদীপ যাদব। (ছবি:টুইটার)

সুইমিং পুলের ধারে বাক্সবন্দী মোবাইলটি পেয়েছেন কুলদীপ যাদব। (ছবি:টুইটার)

মোবাইলের ছবি টুইট করে কুলদীপ লিখেছেন, "আমাদের হোটেলের পুলের পাশে পেয়েছি এটা।" (ছবি:টুইটার)

তবে মোবাইলটি কুলদীপের কাছে নেই। বিরাটকে ফেরত দেওয়ার আগেই সেটি নিয়ে গিয়েছেন দীনেশ কার্তিক। টুইটারে এমনটাই জানিয়েছেন কুলদীপ। (ছবি:টুইটার)

কুলদীপের এই টুইটে বেশ মজা পেয়েছেন ক্রিকেট অনুরাগীরা। মোবাইল হারানোর বিষয়টি যে বিজ্ঞাপণী প্রচারের জন্য তা স্পষ্ট হয়ে গিয়েছে এতক্ষণে। (ছবি:টুইটার)

মোবাইলের এমন প্রচার আগে কখনও দেখা যায়নি। কোন মোবাইলের প্রচার সেটাও ক্রমশ প্রকাশ্য। (ছবি:টুইটার)

আপাতত বিরাট কোহলি ও কুলদীপ যাদবের ফোকাস বর্ডার-গাভাসকর ট্রফির দিকে। দীনেশ কার্তিক হয়তো ধারাভাষ্যকারের ভূমিকা পালন করবেন। ইতিমধ্যেই নাগপুরে পৌঁছে গিয়েছেন তিনি। (ছবি:টুইটার)