Vivo Y53s: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 09, 2021 | 1:25 PM

ভিভো ওয়াই৫৩এস ফোনে কী কী ফিচার রয়েছে? দামই বা কত? দেখে নেওয়া যাক ভিভো ওয়াই সিরিজের নতুন স্মার্টফোনের খুঁটিনাটি।

1 / 7
ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন ভিভো ওয়াই৫৩এস। দেখে নেওয়া যাক এই ফোনে বিভিন্ন ফিচার এবং দাম।

ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন ভিভো ওয়াই৫৩এস। দেখে নেওয়া যাক এই ফোনে বিভিন্ন ফিচার এবং দাম।

2 / 7
ভিভো ওয়াই৫৩এস ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফ্রন্ট ডিসপ্লেতে সেলফি ক্যামেরা সেট করার জন্য রয়েছে একটি waterdrop স্টাইলের নচ ডিজাইন। এছাড়াও ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে এই ফোনে।

ভিভো ওয়াই৫৩এস ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফ্রন্ট ডিসপ্লেতে সেলফি ক্যামেরা সেট করার জন্য রয়েছে একটি waterdrop স্টাইলের নচ ডিজাইন। এছাড়াও ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে এই ফোনে।

3 / 7
৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে, এই ফোনের একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে। দাম ১৯.৪৯০ টাকা। ডিপ সি ব্লু এবং ফ্যান্টাস্টিক রেনবো কালার অপশনে ভারতে পাওয়া যাচ্ছে এই ফোন।

৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে, এই ফোনের একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে। দাম ১৯.৪৯০ টাকা। ডিপ সি ব্লু এবং ফ্যান্টাস্টিক রেনবো কালার অপশনে ভারতে পাওয়া যাচ্ছে এই ফোন।

4 / 7
অ্যামাজন, ফ্লিপকার্ট ছাড়াও টাটাক্লিক, বাজাজ ইএমআই স্টোর এবং ভিভো ইন্ডিয়ার ই-স্টোরে ৯ অগস্ট অর্থাৎ লঞ্চের দিন থেকেই ভিভো ওয়াই৫৩এস ফোনের বিক্রি শুরু হয়েছে।

অ্যামাজন, ফ্লিপকার্ট ছাড়াও টাটাক্লিক, বাজাজ ইএমআই স্টোর এবং ভিভো ইন্ডিয়ার ই-স্টোরে ৯ অগস্ট অর্থাৎ লঞ্চের দিন থেকেই ভিভো ওয়াই৫৩এস ফোনের বিক্রি শুরু হয়েছে।

5 / 7
ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সেই সঙ্গে রয়েছে octa-core MediaTek Helio G80 প্রসেসর। ৩ জিবি extended RAM রয়েছে ভিভোর নতুন ফোনে। ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব।

ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সেই সঙ্গে রয়েছে octa-core MediaTek Helio G80 প্রসেসর। ৩ জিবি extended RAM রয়েছে ভিভোর নতুন ফোনে। ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব।

6 / 7
ভিভো ওয়াই৫৩এস ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ভিভো ওয়াই৫৩এস ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

7 / 7
কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৫.০, জিপিএস/এ-জিপিএস এবং একটি টাইপ সি ইউএসবি পোর্ট। এই ফোনের ব্যাটারি হতে পারে ৫০০০mAh। এছাড়া রয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ফোনের ওজন ১৯০ গ্রাম।

কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৫.০, জিপিএস/এ-জিপিএস এবং একটি টাইপ সি ইউএসবি পোর্ট। এই ফোনের ব্যাটারি হতে পারে ৫০০০mAh। এছাড়া রয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ফোনের ওজন ১৯০ গ্রাম।

Next Photo Gallery