
শনিবার থেকে নয়া দিল্লির প্রগতি ময়দানের 'ভারত মণ্ডপম'-এ বসতে চলেছে জি-২০ সামিট। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানাতে সেজে উঠেছে সমগ্র প্রগতি ময়দান চত্বর। ছবি সৌজন্য: পিটিআই।

জি-২০ সামিটে আগত ভিভিআইপি অতিথিদের আপ্যায়ণে বিশেষ ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদী সরকার। অতিথিদের সোনা ও রুপোর বাসনে খাবার খেতে দেওয়া হবে। ছবি সৌজন্য: পিটিআই।

রাজস্থানের জয়পুরের রুপোর সামগ্রী তৈরির কারখানায় প্রস্তুত আইরিশ জয়পুর কারুকার্য সম্বলিত বিশেষ বাসনে অতিথিদের খেতে দেওয়া হবে। ছবি সৌজন্য: পিটিআই।

ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই আইরিশ জয়পুরের কারুকাজ সম্বলিত পাত্রে খেতে দেওয়া হবে ভিভিআইপি অতিথিদের। ছবি সৌজন্য: পিটিআই।

জি-২০ সামিটের অতিথিদের জন্য থালা-বাটি থেকে পানীয়ের পাত্রও আইরিশ জয়পুরের কারুকাজ সম্বলিত রুপোর উপর সোনার প্লেট বসানো। ছবি সৌজন্য: পিটিআই।

নানা রঙের আলোর সঙ্গে ফোয়ারায় সেজে উঠেছে ভারত মণ্ডপম। ছবি সৌজন্য: পিটিআই।

জি-২০ ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধান-সহ সমস্ত অতিথিদের আপ্যায়ণে যাতে কোনও ত্রুটি না হয়, সে ব্যাপারে তৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।